আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াচ টাওয়ার

/

সিদুরখেকো অন্ধকারে ছায়ারা মিশমাশ। সংগম কাতর উদ্ভিদ ও উদ্ভিদা গোত্রীয় কাপড় খুলে মৈথুনে আলিঙ্গ। ব্রাত্যপালের দঙ্গলে কীটপতঙ্গের ভিড়। দিনেই শিকোয় থাকে লজ্জা শরম ! রাত্রে কি আর ? আমরা আন্তর্জাতিক সম্পর্কের নাভীতে। বৃত্ত বা ত্রিভুজের দিকে না এগিয়ে মধ্যচ্ছেদায় অবস্থানের ব্যাপারে সন্দেহাতীত সাবধান।

নাগেশ্বরের পাপড়ি মাড়িয়ে গেছে। সুগন্ধি গোলাপের আহ্বান যত্ন সহকারে এড়ানো হয়েছে। পুংকেশর স্ত্রীকেশরের ছোঁয়া বাচিয়ে আমরা মূলত স্বীয় দেবদারুকেই বেছে নিয়েছিলাম। বৃক্ষের ছায়ারা অন্ধকারে মিশেছিল। আমাদের প্রতিবিম্ব বৃক্ষ হয়ে দাড়িয়েছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।