আমাদের কথা খুঁজে নিন

   

মাদার তেরেসার মানবিক গুণাবলী ও কর্মকান্ডের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মিল রয়েছে,বলেন সিস্টার প্রেমা



প্রধানমন্ত্রীর সংগে মাদার তেরেসা সেন্টার প্রতিনিধিদলের সাক্ষাত মাদার তেরেসা সেন্টারের পরিচালক সিস্টার প্রেমার নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। প্রতিনিধিদল মাদার তেরেসার একশ’তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফর করছেন। এ সময় তারা মাদার তেরেসা সেন্টার পরিচালিত ১৩টি আশ্রম পরিদর্শন করবেন। সাক্ষাতকালে সিস্টার প্রেমা মাদার তেরেসার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির একটি অ্যালবাম তাঁকে উপহার দেন। তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেন, তার মানবিক গুণাবলী ও কর্মকান্ডের সাথে মাদারের অনেক মিল রয়েছে।

প্রধানমন্ত্রী মাদার তেরেসার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মাতৃভূমি ছেড়ে তিনি সুদূর প্রবাসে এসে মানবতার সেবা করে গেছেন। এ জন্যে যুগ যুগ ধরে সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে তাঁর সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, প্রতিটি হাসপাতালে তাদের জন্যে আলাদা বেড নিশ্চিত করার পাশাপাশি শিশুদের সুচিকিসার ব্যবস্থাও নেয়া হয়েছে। তিনি দেশের প্রতিটি বিভাগে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’র মতো কেন্দ্র স্থাপনে তাঁর সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যে দেশে শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে।

সিস্টার প্রেমার সঙ্গে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে মাদার তেরেসা সেন্টারের প্রধান সিস্টার অলিভেট, সিস্টার মেডিলিন, আর্চবিশপ থিওটোনিয়াস ও নটরডেম কলেজের প্রিন্সিপাল বেঞ্জামিন কোস্টা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন এ্যাম্বাসেডর এট লার্জ জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম্ এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।