আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধিলগ্নে সেতুর বাঁধনে



সন্ধিলগ্নে মেঘের দ্যোলক কাঁপায় ভূখন্ড উড়ে যায় কাঁচ পোকা ছায়া ছায়া স্বপ্নগুলো অলস শিথান ছেড়ে কোথায় হারায়? ঘাস ফড়িং একা অস্থির জনারণ্যে অচেনা মীথ অজানা পৃথিবীর মরিচিকা বুকের কোরকে যোগী সাধন সিদ্ধী, উইচ, ভ্যামপায়ারের সুচারু নৃত্য নিকশ অন্ধকার শ্মশান, র্গীজার ক্যান্ডেল মৃদঙ্গ মন্ত্র তন্ত্র হুইস্পার একাকার । আরো কী যেন আবছা ডেকে যায় আশার হাতছানীতে। গুগোল পৃথিবী সব হাতের মুঠোয় পলকের ছোঁয়ায় তারপরও দারুণ হতাসা যন্ত্রনার জ্বালা কতদিন না পাওয়া, মায়ের সুঘ্রান, আঁচলের মোলায়েম র্স্পষ একাকী কাঁদায়। সন্ধিলগ্নে সব দূরে চলে যায় - নিবিড় ঘন সবুজ নীল জলরাশি সীমাহীন আকাশ । মেঘের ভেলা তবু স্বপ্নের টিপ আঁকে দুচোখ জুড়ে রঙধনু রঙে সেতুর বাঁধনে বাঁধে ভালোবাসার ঘ্রানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.