আমাদের কথা খুঁজে নিন

   

ম্যারাডোনারে নিয়া আমার পাড়ার মসজিদের ঈমাম সাহেবের দোআ আংশিক কবুল হইসে



কাইল ব্রাজিল হারলো, আইজ আর্জেন্টিনা হারসে; দুইটাই চ্রম সত্যি । মাগার এর মইদ্যে ২ সপ্তাহ আগে আমাদের মসজিদে জুম্মার নামাজ শেষে মুনাজাতের কথা মনে পইড়া হাসি আস্তেছে । ঈমাম সাহেব তার বয়ানে জানাইলেন কি কি কারণে খেলাধূলা নিষেধ.. ইত্যাদি । যাই হাউক, নামাজ শেষে মুনাজাতে দেখি তিনি বলতেসেন, " ইয়া আল্লাহ, এক নাফরমান নাকি ঘোষনা দিয়েছে যে তার দল জিতলে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে দৌড়াবে। ইয়া মাবুদ, তুমি তার মনঃবাণ্ছা পূর্ণ করিওনা। তার দলকে হারিয়ে দাও যেন তাকে এই কাজ করতে না হয়। সাথে তাকে ঈমান দাও.. ইত্যাদি" । সবাই দেখি আমীন আমীন কর্তেছে , কিন্তু কতিপয় আর্জেন্টিনার সাপোর্টার সেই মূহুর্তে আমীন বলা উচিৎ কি না ভাবতেছে আর এর ওর মুখ চাওয়া চাওয়ি করতেছে । আইজ মনে হইলো, তাঁর দোআ আংশিক পুরা হইছে; আর্জেন্টিনা হারসে মাগার ম্যারাডোনার ঈমান আইসে কি না কইতারিনা। -------------------------------------- আসেন স্পেনের খেলা দেখি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।