আমাদের কথা খুঁজে নিন

   

দ্যাটস ইট, ইটস জার্মানী ...

বাঙলা কবিতা

কোয়ার্টার ফাইনালে, জার্মান বনাম আর্জেন্টিনা খেলা শুরু হবার বহু আগেই একটা পোস্ট দিয়েছিলাম.... http://www.somewhereinblog.net/blog/poetry দেখলাম, ৯ জন অপছন্দ করেছেন; অন্তত ২৯ জন পোস্টটি পড়েছেন এবং কেউই কোনও মন্তব্য করার সাহস পাননি। দেখে ভালো লাগলো; কারণ, জার্মানীর এই ম্যাচে প্রতিপক্ষের নাম আর্জেন্টিনা। তারা বিশ্বের অন্যতম সেরা দল। মেসি, নিঃসন্দেহে পৃথিবীর সেরা খেলোয়ার। কিন্তু আমিও কথা বলেছিলাম, জার্মানীর পক্ষে, পাওয়ার ফুটবলের পক্ষে; বাংলাদেশের অধিকাংশ সমর্থকই লাটিন ফুটবলের ছন্দময়তার কথা বলেন, আমার ধারণা তারা হয় ছন্দ ব্যাপারটাই বোঝেন না, নয় তো গতিময়তার ছন্দ বোঝেন না; যেটাকে আমি ফুটবলই না বোঝা বলে গণ্য করি। সে যাই হোক, এটি বরং ভালোই হয়েছে যে, বিশ্বকাপ বিজয়ের অহংকারকে কেউ ইহুদি ইসরাইলের নামে উৎসর্গ করতে পারলেন না ( আমি পাগলা মারাদোনা'কেই ইঙ্গিত করছি)। ১৯১৭ সালে, ইহুদিদের জন্য ইসরাইলে একটি রাষ্ট্র গঠণ করার ঘোষণা দিয়েও বৃটেন ও আমেরিকা সেটি সফল করেছিলেন ১৯৪৬ সালে জার্মান চ্যান্সেলর, হিটলারের মৃত্যুর পর। তাই, সেই ইহুদি রাষ্ট্রের জন্য নয়, আজকের জার্মানীর জয় আমি উৎসর্গ করছি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের উদ্দেশ্যে। এই উৎসর্গ করতে আমার বিলম্বের কারণ, এ বিষয়ে, জার্মান চ্যান্সেলর মর্কেল, টিম কোচ জোয়াকিম লোয়েভ, দলনেতা ফিলিপ লেহাম এবং (আমার প্রবাসী প্রেমিকারও) অনুমতি গ্রহণ করতে হয়েছে.... ওকে, বন্ধুরা, আসুন উদযাপণ করি এই বিজয়কে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।