আমাদের কথা খুঁজে নিন

   

এখানে বিশ্বকাপ জিততেই এসেছি।(রিঃ পোস্ট)



থমাস মুলার,বয়স ২০,সিনিয়র দলে মাত্র এক বছর,এই পিচ্চি একটা পোলা ক্য় কি?বলতেই পারে,খেলোয়াড়টা যে, জার্মানির। গত ৪টা ম্যাচ জার্মান এই নবীন দলটা যা খেলল,তাতে এই আশাবাদ তারা এখন করতেই পারে। আসলেই জার্মান এই নবীন দলটাকে বাহবা দিতেই হয়।ওদের দলীয় সমঝোতা,আক্রমনের তীব্রতা অতুলনীয়। কিন্তু,ফাইনালের রাস্তায় আর্জন্টিনার মত শক্তিশালী দল,ভয়ংকর স্পেন,এদের হারাবার যোগ্যতা কি আসলেই জার্মান এই নবীন দলটার আছে?আসলে নক আউট পর্বে অভিজ্ঞতার বিরাট একটা ভুমিকা থাকে,যেখানে জার্মনি পিছিয়ে।খেলোয়ারেরা কি করতে পারে সেটা তারা প্রমান করে দেখিয়েছে,এখন লো'র ট্যাকটিস-এর উপর সবকিছু নির্ভর। তারপরও ভরসা করি,কারন,দলটা জার্মনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.