আমাদের কথা খুঁজে নিন

   

কখনো কোনো ট্রেন এখানে থামেনি, কখনো কোনো ট্রেন এখানে থামেনা!!!

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
থেমে থাকা জীবনটা হঠাৎ নড়ে উঠেছিল পুরোনো কলকব্জা, জংধরা কাঠামোতে বার্ণিশের ছোঁয়ায় হঠাৎ ঝিকিমিকি....... কেউ কি এলো এই অবেলায়? নিশুতি রাতে? কবেকার পুরোনো লেফাফা দোমড়ানো ছিলো তোষকের তলে। আরো পুরোনো কালিতে লেখা এলোমেলো হাতে, কোথাও ঝাপসা;কোথাও কাঁপা, কাগজপোকায় খেয়ে ফেলেছে চারিধার। সেসবও যেন হঠাৎ বাঙময়, হঠাৎই স্মৃতিমন্থনকাতরতা- তবে কি সত্যি কেউ এলো? লেঠেল পাহারাদার সটান এসে দাঁড়াল ঠিক আলোআঁধারির অলিন্দে, একেবারে মুখোমুখি, ছেড়া সার্ট, পোকাখাওয়া চিঠি, লেফাফা, ধূসর কালিরা সব মাতোয়ারা হওয়ার আগেই- পাহারার আদলে সময় জানিয়ে দিল- যার আসার কথা সে আজ আসছে না। যার আসার কথা সে কালও আসবে না। যার আসার কথা সে কখনোই আসবে না। কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন দিগন্তের চারিপাশ থেকে কেবলই বাতাস আর ধূসর রঙের মেঘ ভেসে আসে, আসে আরো কিছু অচেনা শব্দ এবং চিরচেনা স্মৃতিরা, জীবন এখন এমনই এক প্ল্যাটফরম যেখানে কোনো ট্রেন থামেনা কখনো কোনো ট্রেন এখানে থামেনি। কখনো কোনো ট্রেন এখানে থামবে না। ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ৩১ ডিসেম্বর ২০১০ ০১ জানুয়ারি ২০১১ উৎসর্গঃ আল্লামা শয়তান বন্ধুবরেষু।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.