আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য হলেও সত্যি

আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........

আমাদের ও পৃথীবিতে,প্রতিদিন বহু বিচিএ ঘটনা ঘটে। তার কোনোটা আমরা জানতে পারি,কোনোটা আবার অজানার অন্ধকারেই থেকে যায়। এমনি কিছু অজানা তথ্য জানব আমরা। একজন স্বাস্থ্যবান মানুষ প্রতি ২৪ ঘন্টায় ২৩,০৪০ বার নিঃশ্বাস নিয়ে থাকে। একজন মানুষ ৭৫০০ লিটার রক্ত সংবহন করে।

প্রতি রাতে সে ১ থেকে ২ মিনিট স্বপ্ন দেখে। সে গড়ে ৪৮০০ কথা বলে। ১৩০,৬৮০ বার তার হৃৎপিন্ডে কম্পন হয়। তার মগজের প্রায় ৭০ লক্ষ কোষ,২৪ ঘন্টা যাবৎ কোণ না কোন কাজ করে। তা হলে বোঝাই যাচ্ছে,মানব দেহ কি বিচিএ জিনিস।

। ভারতের নীলগিরী জঙ্গলে,এক প্রকার গিরগিটি দেখা যায়,যাদের জিভ দেহ থেকে লম্বা। এদের দেহের দৈর্ঘ্য ৪৫সেঃমি। কিন্তু এদের জিভের দৈর্ঘ্য ২ মিটার। অর্থাৎ এদের জিভের দৈর্ঘ্য দেহের প্রায় ৪ গুন।

। প্রাণিজগতের একটি অতি বৃহৎ প্রাণি হচ্ছে গন্ডার। এ গন্ডারের চামড়া এতই পুরু যে একে সুড়সুড়ি দিলে ৩ দিন পর হাসে ও চিমটি কাটলে ৭ দিন পর ব্যথা পায়। সাধারন বন্দুকের গুলিতে এর চামড়ায় শুধু ছোট একটা ক্ষত সৃষ্টি হয়। ।

কিছুদিন আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে মিথ্যা কথা বলার সময় মানুষের মুখে থুথু বেড়ে যায়...... বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় নাম হল। পাবলো পিকাসোর । তার মা,বাবা চাচারা মিলে এ নাম রাখেছিলেন। নামটি হল,পাবলো দিয়াগো জোনো ফ্রান্সিসকো ডি পাওল জুয়ান নেপোম্বেলো ম্যাকা জি লস রেমেডিওস সিপরিয়ানো ভিলা সাবটিসিম এনিদাদ রুইজ পিকাসো। ।

এ বিশ্বজগতের সবকিছুই বিস্ময়কর। অকল্পনীয়,অবিস্মনীয়। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতি, আমাদের এ দৃশ্যকে দেখতে ও অজানাকে জানতে সাহায্য করে। তাই,পৃথিবীর এ আজব ঘটনা প্রবাহ অবিশ্বাস্য হলেও সত্যি!!!! সংগৃহিত......।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.