আমাদের কথা খুঁজে নিন

   

খালেদাও নিজামীকে নবীর সমান মনে করেন: মতিয়া

কালের স্রোত

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বেগম জিয়াও নিজামীকে হযরত মোহাম্মদের (স সমান মনে করেন বলেই নিজামীর মতো রাজাকারের মুক্তি দাবি করছেন। বঙ্গবন্ধু এভিনিউতে আজ শনিবার বিকেলে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ফারুক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, নিজামী, মুজাহিদ ও সাঈদীরা মওদুদের চ্যালা। মওদুদী যেমন মহানবীকে নিয়ে কু মন্তব্য করেছেন তারই উত্তরসুরী হিসেবে নিজামীরাও রসুলকে অপমান করেছে। তিনি আরও বলেন, বিরোধী দলকে হত্যা-নৈরাজ্য ও আগ্নিকাণ্ডের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।

হত্যা-নৈরাজ্য ও মানুষ হত্যা করে মহাজোট সরকারের পতন ঘটানো যাবে না। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বলেন, সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচারের চেষ্টা চালাচ্ছে তখনই বিরোধী দল এ বিচার প্রক্রিয়া বানচালের জন্য হরতাল দিয়ে নৈরাজ্যের চেষ্টা করছে। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চায়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের সাথে সরাসরি জড়িত ছিলেন।

জিয়াউর রহমান এ দেশে রাজাকারদের পুনর্বাসন করেছেন, তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া রাজাকারদের মন্ত্রী বানিয়েছেন। মহানগর আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ। উল্লেখ্য, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালে গাড়িতে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।