আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনার জন্য শুভকামনা। খেলার জন্য অপেক্ষা করতে করতে মাঝের সময়টায় দেখে ফেলুন ম্যারাডোনাকে নিয়ে "সিনেমার ম্যারাডোনা" খ্যাত এমির কুস্তুরিকার মুভি "ম্যারাডোনা "

ভুল মানুষের তরে শুদ্ধ যাত্রা...
সিনেমা: ম্যারাডোনা চিত্রনাট্য ও পরিচালনা : এমির কুস্তরিকা আই এম ডি বি রেটিং: ৬.৩ দৈর্ঘ্য: ৯০ মিনিট ম্যারাডোনা একজন মানুষ, একজন ফুটবলার যিনি নিজেকে ফুটবল ঈশ্বর ভাবতে পছন্দ করেন। সহজে কাঁদেন, কাঁদান, সহজে হাসেন, হাসান। ভাঁড়ামি করেন। অবজ্ঞায় দলে যান তথাকথিত মহান ভাবধারা। তিনি হয়ে উঠেন ধরাছোঁয়ার মানুষ।

উঠে এসেছেন অতি দরিদ্র অবস্থা হতে, শুধু ডিভাইন প্রতিভা আর নিজের অতিমানবিক ফুটবল সেন্স কাজে লাগিয়ে আজ পরিচিত নন্দিত এবং বির্তকিত এ গ্রহের সব দেশে। পরিচালক এমির কুস্তরিকার ম্যারাডোনাকে নিয়ে ডকুমেন্টারি তাই ফুটবল নিয়ে মুভি নয়, সে জাদু তো আমরা দেখেছি বহুবার। ডকুমেন্টারি-মুভিটি মূলত একজন ব্যাক্তি ম্যারাডোনার জীবন, তার অর্জন, তার রাজনৈতিক পছন্দ, পরিবার, কোকেন এডিকশান এমনি সব মাঠের ফ্লাডলাইটের আড়ালের উপাদানে ভর্তি এক দুর্দান্ত উপস্থাপন। প্রতিটি ইন্টারভিউতে ম্যারাডোনা সপ্রতিভ, ক্যামেরা এবং প্রোডাকশানে দারুন সহযোগী, নিয়ে যান দরিদ্র শৈশবে, স্বীকার করেন নিজের দূর্বল মুহূর্ত। এমির কুস্তরিকার মুভির সাথে যারা পরিচিত, তারা হয়তো ম্যারাডোনাকে অপছন্দ করলেও শুধু কুস্তরিকার প্রোডাকশান, এ জন্যও দেখতে চাইবেন।

ম্যারাডোনার খোলামেলা (ড্যাম কেয়ার!) কথাবার্তা, তার শ্রদ্ধাবোধ কিংবা দরিদ্র শৈশব থেকে বেড়ে উঠায় ঢুঁ মারার এ এক দারুন সুযোগ যারা ম্যারাডোনাকে আসলেই ফুটবল ঈশ্বর মনে করেন তাদের জন্য, যারা তাকে কয়েকমুহূর্ত ফুটবল ঝলক দেখানো ভাঁড় এবং প্রতারক ( ইংল্যান্ড ফুটবলের সমর্থকরা , ঈশ্বরের হাতের গোল যাদের কাছে শয়তানের হাত) মনে করেন , তাদের জন্যও। ইউটিউব ট্রেইলার: মুভিটির কিছু অংশ নিয়ে বির্তক আছে, তা থাকেই। কিছু কিছু দৃশ্যায়নে কেউ কেউ ভাবেন কুস্তরিকা যেন ম্যারাডোনাকে ব্যঙ্গ করছেন, কিন্তু এখানেই হয়তো ডকুমেন্টারিটির বৈশিষ্ট্য। কুস্তরিকা কোন ঈশ্বরকে দেখাচ্ছেন না, দেখাচ্ছেন একজন ম্যারাডোনাকে, যিনি এ গ্রহের সেরা ফুটবলার একজন দোষগুন মেলানো সাধারন মানুষ। গভীর শ্রদ্ধায় তাই কুস্তরিকা যখন ম্যারাডোনার হাতে চুমু খান, আমরাও শ্রদ্ধায় নত হই।

একজন মানুষের প্রতিভা আর তার অর্জনকে সম্মান দিতে শিখি। সর্বোপরি, ডকুমেন্টারিটি হয়ে দাঁড়ায় একজন সফলতম ফুটবলারকে মূলে রেখে একটি সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সেলুলয়েড আখ্যান , যিনি বাস করছেন আমাদের জীবনদ্দশায় আমাদের গ্রহে। ডাউনলোড: টরেন্ট ডাউনলোড লিংক: সরাসরি দেখুন: স্টেজভু থেকে ( ইহা একটি ব্রাজিল সার্পোটারের পক্ষ থেকে সকল আর্জেন্টিনা ফুটবল ভক্তদের প্রতি ভাব-ভালোবাসার উপহার হেরে গিয়ে যারা গাড়ী পোড়াচ্ছেন, ব্রাজিলের সার্পোটাররা যে এমন না, এ কথাটি জানিয়ে দেয়া এ পোষ্টের মূল উদ্দেশ্য। বলতে চাই, আমরা ভালো ফুটবলের সার্পোটার । ভালো খেলে জিততে চাই ।

খারাপ খেলার প্রাপ্যটাও মাথা পেতে নিতে চাই। নিই'ও। ব্রাজিলকে ভালোলাগে বলে আর্জেন্টিনা খারাপ লাগতে হবে এমন কথা তো নেই। আমার মেসিকে খুবই ভালো লাগে। অতএব, আর্জেন্টিনা, ভালো খেলো এবং জিত... কিংবা জার্মানি, ভালো খেলো এবং জিত... মোটকথা জয় হোক পরিচ্ছিন্ন ফুটবলের) বি.দ্র: এটি কে মুভি রিভিউ হিসেবে না দেখার অনুরোধ রইল।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.