আমাদের কথা খুঁজে নিন

   

পথের সবুজে লিখি ধ্বনিতন্ত্রের দ্বিতীয় পয়ার



বন্দনা বানিজ্য ভুলে সাজাই পসরা দক্ষিণে দাঁড়িয়ে ফের জানাই প্রনাম উত্তরে কথার গিরি তুলে লইলাম নমস্য তারাই ,তাঁত পূজা করে যারা। পথের সবুজ আমি লিখিব পয়ারে বিরহের বাঁশী এই পাঁজর প্রণয়ে আগাম রেখেছি তুলে ধ্রুব তাল লয়ে হয়তো তাকেই দেবো পথে পাবো যারে। মোহরের মোহ নেই , মুদ্রার পরশে যেভাবে চন্দ্রসাধন করে মহাজন আমিও ভুলের গানে ধরে মহাক্ষণ গেয়ে যাবো প্রণয়ের সুর-সপ্তদশে। ধ্বনির মাহাত্ম্য জানো শিবারাণী তাঁতী এসো না দুজন মিলে শিল্পজল গাঁথি। ছবি- জো শান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।