আমাদের কথা খুঁজে নিন

   

শাবাশ উরুগুয়ে!

এডিট করুন

শাবাশ! দরকার হৈলে একটা কেন, একশটা লাল কার্ড খাবি, তবুও নিজের দেশরে উপরে উঠাইয়া রাখবি! নিজের দেশের জন্য দুই হাত কেন, চাইর হাত দিয়া গোল ঠেকাবি দরকার হৈলে! খেলাতে আসলে আছিলাম ঘানার পক্ষে। কিন্তু লাল কার্ডটা দেইখা লগে লগে উরুগুয়ের পক্ষে গেলামগা। এইখানে চুরামীর কিছু নাই। সে আকাম করছে, তার শাস্তি লাল কার্ডও পাইছে, সে কলংকমুক্ত। নিজের ঘাড়ে দায় নিয়া দেশরে বাচাইয়া গেছে! এই বীরের কথা সারাজীবন মনে থাকবে। লাল কার্ড জিন্দাবাদ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।