প্রিয় মাধবীলতা...
আবার জুলাই এসেছে
বারবার ফিরে যেতে ইচ্ছে করে
ঐ চেনা পরিচিত জণারন্য থেকে একটু উপরে।
একটি প্রমাণিত সত্য,
সময় দৌড়াচ্ছে তীব্র গতিতে।
জীবনের অনাকাঙ্খিত একটি ঘণ্টা!
কবিতার মাঝেই মুড়ে রাখি
ঐ ব্যয়বহুল সময়টিকে।
উপন্যাস মাঝপথে থমকে দাঁড়ায়
আত্মজীবনীও লেখা হয় না
কবিতার সুর গলায় বাজে
মাঝে মাঝে,সময়ে অসময়ে।
হতাশা মরেনি আজও
সেদিনও ছিল সবার প্রকাশ্যে
আজ কি পারব জয়ী হতে,
হতাশার আগুন থেকে মুক্ত হয়ে।
তোমাদের সাথে আর দেখা হবে কিনা জানিনা,
জানিনা ভালবাসার স্পর্শ পাব কিনা আলতো করে
তবে প্রতি খ্রিষ্টসাল জুড়ে
ক্যালেন্ডারের পাতা থেকে জুলাই আমাকে ছুঁয়ে যাবে।
সেই দিনগুলোতেও তোমাদের ভুলব না,
ভুলব না ঐ ব্যয়বহুল একটি ঘণ্টাকে।
০২।০৭।২০১০
© ফয়সাল বিন হাফিজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।