আমাদের কথা খুঁজে নিন

   

মগার (ভুতের) মুখে রাম রাম!

ছায়ার আড়ালে হারিয়ে জীবনের অর্থ খুজে ফিরি। মগা ভাই জনগনের কাছে আব্দার করলেন কেউ যাতে তার বক্তব্য নিয়ে রাজনীতি না করে!! আরে মগা !! তুমি তো নিজেই রাজনীতি মার্কা মন্তব্য কইরা দেশের জনগনের কাছে সরকারের অবস্থান ক্লিয়ারলি দেখাইয়া দিলে! এখন আর রাম রাম করে কি লাভ ? যেই লোক খাল খননের উপর PHD করেন তার জ্ঞানের দৌড় যে খালের এপার থেকে ওপার পর্যন্তই থাকবে সেটা আর বলতে নেই। আওয়ামীলীগ বিএনপি আর জামাত সব যে একই খোঁয়াড়ের কুত্তা সেটা জনগন অনেক আগে থেকেই জানে। সাভার ট্র্যাজেডির পর থেকে জনগন ওদেরকে কুত্তা বলতেও ইতস্তত করবে কারন পশুর মাঝে যতটুকু মায়াদয়া আর নৈতিকতা আছে তার হাজার ভাগের এক ভাগ মায়াদয়া আর নৈতিকতা বাংলাদেশের রাজনৈতিকদের নাই। পশুপাখি হয়তো কাপড়চোপড় পড়েনা কিন্তু তাদের নুন্যতম লজ্জাবোধ আছে যেটা আমাদের দামিদামি কাপড়চোপড় পড়া নেতাদের নাই। মাঝে মাঝে ভাবুক মন জানতে চায় কোন শালায় এই দেশে গণতন্ত্র চালু করছে? তারচেয়ে বরং সামরিক শাসন থাকলেই ভালো হইত, তাতে অন্তত স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পাওয়া যেত। অনেকেই বলবেন জন্ম মৃত্যু আল্লাহ্‌র হাতে, সেটা আমিও জানি এবং মানি। কিন্তু, মানুষ তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে এটাতো আল্লাহ্‌র আদেশ। এত সমস্যা ভরা দেশটাতে একটু স্বাভাবিক মৃত্যুর আশায় সতর্ক থাকলে দোষ কি ? পুনশচঃ দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে অশেষ অবদান রাখায় সোহেল রানাকে একুশে পদক দেয়ার জোর দাবি জানাচ্ছি! বাংলাদেশের প্রতিটি ভবনের পিলারে নিচের সতর্ক বার্তা সংবলিত স্টিকার লাগাতে হবে বলেই মনে হচ্ছে!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।