আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েবক্যামের কাজ করুন ওয়েবক্যাম ছাড়াই !!!

মানুষের জীবন বড়ই অদ্ভুদ। মানুষের সাথে মিশলে তা বোঝা যায়। আসুন আমরা এক অপরকে জানার চেষ্টা করি। আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা।

ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com

সত্যিই তাই। আজ আমি আপনাদের একটি মজার ও প্রয়োজনীয় সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। সফটওয়্যরটির নাম হল Fake Webcam। এর সাহায্যে আপনি ওয়েবক্যাম ছাড়াই ওয়েবক্যামের কাজ করতে পারবেন। কিন্তু আসল ওয়েবক্যাম তো সরাসরি সম্প্রচার করে।

কিন্তু এই সফটওয়্যারটির সাহায্যে আপনি কোন ভিডিও ফাইল কিংবা আপনার মনিটরের কোন একটি নিদিষ্ট অংশ প্রচার করতে পারেন। তো চলুন দেখি সফটওয়্যারটি কিভাবে কাজ করে। ০১। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন। (লাইসেন্স কীসহ) ০২।

এবার Control Panel > Add File এ ক্লীক করে অথবা (+) বাটনে ক্লীক করে আপনার ভিডিও ফাইলটি অপেন করুন। ০৩। এবার Control Panel > Play এ ক্লীক করে অথবা Play selected movie on webcam বাটনে ক্লীক করে আপনার ভিডিও ফাইলটি প্লে করুন। ০৪। আপনি Preview বাটনে ক্লীক করে প্রিভিউ দেখতে পারেন।

এবার আসুন কিভাবে আপনার মনিটরের কোন একটি নিদিষ্ট অংশ প্রচার করবেনঃ ০৫। এজন্য আপনি Desktop বাটনে ক্লীক করুন। ০৬। এবার Select Desktop Area বক্সটি আপনি মনিটরের কোন একটি নিদিষ্ট অংশে স্থাপন করুন। ০৭।

আপনি Preview বাটনে ক্লীক করে প্রিভিউ দেখতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে । (লাইসেন্স কীসহ) কোন সমস্যা হলে বা ভাল লাগলে মন্তব্য করুন। সবাইকে ধন্যবাদ। লেখাটি আমি আগে এখানে পোষ্ট করেছিলাম


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।