আমাদের কথা খুঁজে নিন

   

ফোবানার বিভক্ত সম্মেলনের একটিতে যাচ্ছেন দীপু মনি

ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা) ব্যানারে এবারও লেবার ডে উইকেন্ডে দুটি স্থানে 'বাংলাদেশ সম্মেলন' হচ্ছে। তিন দিনব্যাপী (৩০ আগস্ট-১ সেপ্টেম্বর) এ সম্মেলনের একটি হবে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার আয়োজনে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা সিটিতে এবং অপরটি হবে বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের আয়োজনে কানাডার মন্ট্রিয়ল সিটিতে। আটলান্টার সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং মন্ট্রিয়লের সম্মেলনে প্রধান অতিথি হচ্ছেন মন্ট্রিয়ল সিটির মেয়র লুইস হ্যারল। আটলান্টা সম্মেলনের আয়োজকরা অবশ্য দাবি করেছেন যে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনও তাদের সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং এনটিভির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী ফালুও আটলান্টা সম্মেলনের অতিথি বলে মিডিয়ায় প্রচারিত বিজ্ঞাপনে উল্লেখ করা হচ্ছে। এনা, নিউইয়র্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।