আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কুচক্রি সাংসদদের কারণে ড্যাপ বাস্তবায়ন বাধাগ্রস্থ হচ্ছে: রাজউক চেয়ারম্যান

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেছেন, একটি কুচক্রিমহল ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে, যাদের মধ্যে অনেক সংসদ সদস্য রয়েছেন যারা সংসদে ও সংসদের বাইরে সরাসরি ড্যাপের বিরোধীতা করছেন। নুরুল হুদা বলেন, যেখানে সাংসদদের উচিৎ সংসদে আইন প্রণয়ন করে ড্যাপ বাস্তবায়ন করা সেখানে তারাই ড্যাপের বিরূদ্ধে অবস্থান নিচ্ছেন। আজ বুধবার জাতীয় প্রেস কাবে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে ‘ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড: বাস্তবায়ন এবং করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রাজউক চেয়ারম্যান বলেন, দেশের কিছু স্বার্থেন্বেষী রাজনীতিবিদ যারা বক্তৃতায় দেশের কথা বলেন কিন্তু স্বার্থে আঘাত লাগলে দেশের কথা ভুলে যান তারাই ড্যাপ বাস্তবায়নে বাধার সৃষ্টি করছেন। নুরুল হুদা বলেন, রাজউক প্রতিষ্ঠা করা হয়েছে ৫৪ বছর আগে।

এই সময়ের মধ্যে রাজধানীকে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে রাজউকের ব্যর্থতা আছে কিন্তু এর জন্য দায়ী রাজউক নয়, ৫৪ বছর ধরে যারা দেশ পরিচালনা করেছেন তারাই প্রকৃতপক্ষে এর জন্য দায়ী। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার রাজউককে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন আর রাজউকের ক্ষমতা খর্ব করেছেন। রাজউকের জনবলের অভাব উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, ৫৯০ বর্গ মাইল এলাকা রাজউকের আওতাধিন কিন্তু রাজউকের এই বিশাল এলাকা তদারকি করার জনবল নেয়। বিভিন্ন আইনী জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজউকের বিরূদ্ধে এ পর্যন্ত ৪ হাজার মামলা রয়েছে। তিনি বলেন, রাজউক কোন অবৈধ বা ঝুকিপূর্ণ ভবনে ব্যাপারে ব্যবস্থা নিতে গেলে ভবনের মালিক রাজউকের বিরূদ্ধে মামলা করে উচ্চ আদালত থেকে ওই অবৈধ ভবন না ভাঙার স্থাগিতাদেশ নিয়ে আসে।

তিনি উচ্চ আদালতের কাছে অনুরোধ করে বলেন যে কোন ভবনে স্থাগিতাদেশ দেওয়ার আগে যেন আদালত রাজউককের কাছে শুনে নেয়। রাজউক চেয়ারম্যান বলেন, রাজউকের ভেতরে ও বাইরে একটি মহল রাজউক কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন ভবনে ভুয়া অনুমোদন পত্র তৈরী করছে। আলোচনা সভায় ব্লাস্টের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বেলা) এর সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ, ব্লাস্টের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী, রাজউকের উন্নয়ন পরিচালক প্রকৌশলী শেখ আব্দুল মান্নান। আলোচনা সভায় মুল প্রবন্ধ উত্থাপন করেন শেলটেক কনসালটেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক প্ল্যানার সালমা শফি। অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, রাজধানী ঢাকাকে বাঁচাতে দেশের অন্যান্য মফস্বল শহরগুলোর উন্নয়নে বিকল্প নেয়।

সভাপতির বক্তৃতায় ড. কামাল হোসেন বলেন, রাজউকের আইনী সহয়তা পেতে এবং ড্যাপ বাস্তবায়ন করতে প্রয়োজনীয় আইনী সহয়তা অর্জনের জন্য ব্লাস্ট সবসময় সাহয্য করবে। (শীর্ষ নিউজ ডটকম/ এএইচআর/২০.৩৫ঘ.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।