আমাদের কথা খুঁজে নিন

   

কমরেড প্রসাদ রায়ঃ খাপড়াওয়ার্ডে ৯টি গুলিবিদ্ধ হয়েও যিনি বেঁচেছিলেন

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

‘ওরা বীর আকাশে জাগাতো ঝড়’। তোমাদের সেই মিলিত ফসলের মাঠে দাঁড়িয়ে আমরা অগণন- আজ আবার উচ্চারণ করি নিঃশঙ্কচিত্তেঃ ‘শহিদ_খুন আগুন জ্বালে, শপথ অক্ষুন্নঃ এদেশ অতিশীগ্র হবে বিদেশী চর শূন্য। বাঁচাবো দেশ,আমার দেশ, হানব প্রতিপক্ষ, এ জনতার অন্ধচোখে আনব দৃঢ লক্ষ্য’। হে বীর, আমাদের সাহস দাও, দাও সেই দৃপ্ত হাতিয়ার- গর্জে উঠো মানুষকে ভালবেসে ক্ষয় নেই যার’।

-----প্রসাদ রায় পাবনা ছিল তৎকালীন বঙ্গ-প্রদেশের একটি ঐতিহ্যবাহী অঞ্চল। অগ্নিযুগের সশস্ত্র ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন-সংগ্রামে পাবনার অবদান রয়েছে। রাজশাহীর পাবনাই ছিল বিপ্লববাদীদের প্রধান ঘাটিস্থল। ব্রিটিশ ও পাকিস্তান আমলে তেভাগাসহ সকল লড়াই-সংগ্রামে ওই অঞ্চলের বিপ্লবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার নেতৃত্বে ছিলেন ব্রিটিশবিরোধী কমিউনিষ্টরা।

তাঁদের মধ্যে কমরেড প্রসাদ রায় অন্যতম। http://www.biplobiderkotha.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।