আমাদের কথা খুঁজে নিন

   

শানের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
শান - তোমার খোলা হাওয়া একটা এ্যালবাম দেখে প্রথমেই ডাউনলোড দিলাম। শুনে সবগুলো গানই কম বেশি ভালো লাগলো। আর গানগুলো শোনার আগে একরকম একটা ভালো লাগা তৈরী হয়ে গিয়েছিল। আর সেটি হচ্ছে ভারতের কণ্ঠশিল্পি শান-কে দেখে। শান রবীন্দ্র সঙ্গীত গাইলো!! পরে মনে হলো আল্লাই জানে, গানের যেন কি অবস্থান! হয়তো বা রিমিক করলো কি না।

কিন্তু না, গানের মূলধারাকে অক্ষুন্ন রেখেই শান গানগুলো অনেক সুন্দর করে গাইলো। মিউজিক কম্পোজিশন ছিল প্রফেশনালী রবীন্দ্র সঙ্গীত শিল্পিদের মতো। ভালো লাগলো বলে.... শেয়ার করলাম সামুতে। আশা করি সবারই ভালো লাগবে। স্পেশালী রবীন্দ্র সঙ্গীতের ভক্তদের অনেক ভালো লাগবে।

ডাউনলোড লিঙ্ক : Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।