আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে গৃহকর্মী ‘নিযার্তন’, গৃহকর্ত্রী কারাগারে

রোববার ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।
এর আগে গৃহকর্ত্রী নমিতা সিকদার (৩৫) জামিনের আবেদন জানালে তা নাকচ হয়।
মামলার নথি থেকে জানা যায়, শহরের চরকমলাপুর এলাকার পঙ্কজ সিকদারের স্ত্রী নমিতা সিকদার সোনার চেইন চুরির অভিযোগে তার গৃহকর্মী সুবর্ণা দাসকে (১১) মুখ, হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেন।
প্রতিবেশীদের সহায়তায় সুবর্ণাকে গত ১৩ এপ্রিল ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এরপর গত ২৪ এপ্রিল সুবর্ণার মা শিখা দাস বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইনে নমিতা সিকদারের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার পর থেকে নমিতা পলাতক ছিলেন।
ফরিদপুর এক নম্বর আমলি আদালতের রেজিস্ট্রার (জিআরও) হাকিম মোল্লা বলেন, নমিতা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.