আমাদের কথা খুঁজে নিন

   

মূলোবোধ খায় না মাথায় দে!!~!

আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।

আজ আমার শহরুখ খানের ছবি ‘কাভি আনবিদা না কেহেনা” মুভিটার কথা মনে পড়ছে। পরকীয়া নিয়ে কি সুন্দর একটা.........মুভি !!!!!{মুভির জন্য আর কোন বিষয় পাই নি.......!?!}}। আজ ছোট একটা শিশু সামিউল এর ..খবরটা পড়ে আমার অনেক খারাপ লাগল। এটা কি কখনো সম্ভব ।

একজন মা তার সন্তানকে মেরে ফেলতে পারে পরকীয়ার মত একটা তুচ্ছ বিষয়ের জন্য !! মা!!! মা!!!মা!!! পৃথীবি সবচেয়ে মধুর একটি নাম। এই নামের মধ্যে যেন একটা অদৃশ্য মায়া লুকিযে আছে। মায়ের কাছে আসলে আমাদের সকল দু:খ চলে যায় । মা তার জীবনের কাছে থেকে সন্তানকে ভালবাসে....কিন্তু........সামিউরের ...মা..............এটা কি করল.............পবিএ একটি শিশুকে এভাবে হত্যা করল..............!!! তাহলে কি আমাদের সমাজের মূলোবোধ অবক্ষয় সত্যি ভয়ংকর রূপ নিচ্ছে। !! এখণ আমার নিজের কিছু মতামত দিব যার জন্য মা তার সন্তানকে হত্যা করতে পারে-[যদিত্ত তা কোন মা পারে না...যে মা পশুর চেয়ে অধম যার কছে মাতৃত্ব চেয়ে শারীরিক সুখ প্রধান সেই নরপিশাচ পা্র] আমার যতটুকু মনে হয় এই নরপিশাচ[সামিউলের মা- এই মহিলাকে মার মত এত পবিএ নামে ডাকতে ঘৃনা লাগছে তাই নরপিশাচ নাম ব্যবহার করলাম ।

] নরপিশাচ মহিলা শারীরিক সুখ এতটাই ডুবে ছিল যে নিচের সন্তানে মূলই ছিলনা। আমার যতটুকু মনে হয় যে ...নিশ্চয় নরপিশাচ এই লোক সাথে..বিশেষ!!!কোন সময় পার করছিল । তখন সামিউল ব্যাপারটা দেখে ফেলে । তাই এদের মাথা নষ্ট হয়ে যাযে এদের এই কু-কাজের ঘটনা প্রকাশ পাত্তয়ার ভয়ে এই কাজটি করে। একটি শিশুকে হত্যা করে তাত্ত আবার নিজের সন্তান।

এতরাতে একজন পরপুরুষকে কেন নিজের রুমে ডেকে আনল এই মহিলা.....তার কারন সবাই জানা বলার মত কিছু নেই......!!!তার মানে আমাদের দেশে কি পশ্চিমা কালচার প্রবেশ করছে.......??? উত্তর একটাই করছে তো অনেক আগেই এখণ আমরা এর ফল দেখব । এখন এরকম আর ঘটনা.......আমাদের চোখে পড়বে। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কয়টির খবর আর আমরা জনি। হাতে-গুনা কয়েকটি ঘটনা ছাড়া বাকি অনেক ঘটনা প্রকাশ পায় না। কিন্তু কেন..?? শারীরিক সুখটা কি প্রধান.......এই যে হত্যা কান্ডটা ঘটেছে তার প্রধান কারন একটাই তা হল শারীরিক সুখ।

এথেকে প্রতিকার কি? আছে কোন উপায়.......... না কোন উপায় নেই...... যে কোন সমস্যার তো একটা না একটা উপায় থাকে এর কি কোন উপা্য় নেই?? আছে আছে কি ??কি?? মূলোবোধ ?? এটা আবার কি?? মূলোবোধ খায় না মাথায় দেয়.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.