আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধীতার এপিঠ-ওপিঠ



আমি এদেশের একজন সাধারন নাগরিক। আমার দেশের রাজনীতি নিয়ে আমি মোটেও আশান্বিত নই। জানি আমার মতামত কোন মানে রাখেনা তবুও আমি বলব হরতাল সমর্থন করা যায়না , গ্যাস-বিদ্দুত এবং বিভিন্ন দাবী নিয়ে বিএনপি গতকাল মানুষকে যে কষ্ট দিল তার দায়দায়িত্ব কার? বিভিন্ন টক শোতে নেতাদের বলতে শুনি গণদাবীর প্রেক্ষিতেই তাদের এ হরতাল আহ্বান কিন্তু এ গণদাবী কার? আমারতো মনে হয়না কেউ হরতাল চায়, তাহলে কার দাবি পুরন করতে তাদের এত প্রানান্তকর চেষ্টা ? নাকি স্রেফ পুরান বোতলে নতুন কাসুন্দি। প্লিজ নতুন কিছু ভাবুন ? মানুষকে আর জিম্মি করবেননা। বর্তমান সরকারও বিরোধি দলে থাকলে একই কাজ করেন। গণতান্ত্রিক অধিকারের ধোঁয়া তুলে এহেন কার্যক্রম আর চলতে দেয়া যায়না। এবার নতুন কিছু কর.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।