আমাদের কথা খুঁজে নিন

   

শুষ্ক-স্বপ্ন

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

একলা, জানালার পাশে, মনে বৃষ্টির নান্দনিক নৃত্য নিয়ে; ঝুম্ বৃষ্টিতে... মনের সিক্ত গলিতে, হারিয়ে যাই .... অজানায় ... বৃষ্টিস্নাত আঙিনায়। অপূরিত স্বপ্ন, পূরনের স্বপ্ন নিয়ে, আকুল হই, দৃষ্টি হারায় বৃষ্টি পানে ... উদাম হাওয়া, এলো চুল, ব্যাকুল প্রত্যাশায়... এলো মন ... অসমাপ্ত বৃষ্টি, অসমাপ্ত শেষ ... পদচিহ্ন রয়ে যায় নির্মম বাস্তবতায় ..... ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।