আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনা, ব্রাজিল বাদ........... আমি এখন রেফারীর দলে..........

Dream Today,Create Tomorrow........

মাঠের সর্বময় ক্ষমতার অধিকারী। পকেটে দু'রঙ্গের কার্ড, দু'হাতে দুই ঘড়ি আর ঠোঁটে একটা বাঁশি। এই বাঁশির একটি ফুঁ-ই যথেষ্ট সুন্দর খেলাকে অসুন্দর করতে আর জয়-পরাজয়ের এপিটাফ রচনা করতে। সাম্প্রতিক বিশ্বকাপে এই পর্যন্ত যত খেলা দেখলাম হাতে গোনা দু'একটা ম্যাচ ছাড়া কোন ম্যাচ দেখে-ই তেমন শান্তি পেলাম না ঐ বাঁশিওয়ালা ব্যাটার কারনে। কোন ম্যাচে চরম ফাউল কিছুই না আবার কোন ম্যাচে গায়ে স্পর্শ করলেই হলুদ কার্ড। কোন ম্যাচে অকারনে বাঁশি বাজিয়ে ছন্দময় খেলার বেরসিক ছন্দপতন। তার যে বিশাল ক্ষমতা, সেই প্রয়োগ (!) দেখলাম ইংল্যান্ডের নিশ্চিত গোল বাতিল করার মাধ্যমে। আমরা যারা সুন্দর খেলা পছন্দ করি তারা নানান দল সার্পোট করি সুন্দরটা খেলাটাকে উপভোগ করার জন্য কিন্তু ঐ বেরসিক ব্যাটার কারনে তা আর হয় না। তাই আমি এখন ঐ ব্যাটার দলে। যেহেতু সে চাইলেই কোন দল গোল পাবে নয়তো পাবে না, যেখানে এতো অত্যাধূনিক প্রযুক্তি থাকা সত্তেও তার কোন মূল্য নেই আর আমাদের চাওয়া-পাওয়ার মূল্যের তো কোন প্রশ্ন-ই আসে না............ সুতারাং জয় রেফারীর জয়.............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.