আমাদের কথা খুঁজে নিন

   

অংকের ধাঁধা!

http://www.facebook.com/doyougo

থেলা শুরু হওয়ার এখনও ২ ঘন্টা বাকি আছে। দেখুনতো এইটা ট্রাই করে! একটি বাক্স এ ৩টি লাল ও ২টি নীল রঙ এর টুপি আছে। সারিবদ্ধ ভাবে দাড়ানো তিন জন ব্যাক্তিকে বক্স থেকে যেকোন তিনটি টুপি পড়িয়ে দেওয়া হলো। তবে তারা যেভাবে দাড়িয়ে আছে এবং যে অবস্থায় তাদের মাথায় টুপি দেওয়া হয়েছে সেই কন্ডিশন গুলো নিম্মরুপ: ১. নিজেদের মাথায় কে কি রং এর টুপি আছে তা কেউ জানে না ২. সবার পিছনে যিনি আছেন তিনি সামনের দুজনকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ সামনের ২ জন কি রঙ এর টুপি পড়ে আছে তা তিনি দেখতে পাচ্ছেন।

৩. মাঝখানের জন শুধু মাত্র সামনের জনের মাথার টুপি দেখতে পাচ্ছেন ৪. সবার সামনে যিনি আছেন তিনি কাওকেই দেখতে পাচ্ছেন না এখন সবার পিছনের ব্যাক্তিকে প্রশ্ন করা হলো তার নিজের মাথায় কি রং এর টুপি আছে তা বলতে পারবে কিনা । ঐ ব্যাক্তি উত্তর দিতে পারলো না। একই ভাবে মাঝখানের ব্যাক্তি কেও একই প্রশ্ন করা হলো তার মাথায় কি রং এর টুপি আছে, সে ও উত্তর দিতে পারলো না। সব শেষে সবার সামনের ব্যাক্তিকে প্রশ্ন করা হলো। যে কিনা একজনের মাথার টুপিও দেখতে পায়না।

কিন্তু সে তার মাথার টুপির রঙ বলে দিল এবং উত্তর সঠিক হলো! আপনাকে বলতে হবে প্রথম ব্যাক্তি কিভাবে সঠিক উত্তর দিয়েছে এবং সে কি রঙের এর টুপি পড়েছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।