আমাদের কথা খুঁজে নিন

   

ললিত আলস্য ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

ললিত আলস্য আমায় প্রলম্বিত বিজ্ঞাপনের মোড়কে সাজিয়েছিলো, মোহনার স্রোতে নয়নের পাতে ছিলো দেখার স্বপন, গোপন লালসায় মাতে ভগ্ন পিয়াস । ছুঁয়ে দিলেই জেগে উঠে শরীরের উট, বটতলে বসে আছে যুগান্তের মাকড়াসা ঠাসাঠাসি বেঁচে আছে বৈরী মানুষ ; নির্দোষ খরতাপে জ্বলছে, জলজ আকাশ, বিকীর্ণ লোকালয়ে সু-কোমল বসে আছে বিনম্র সকাল ! কেউ জাগে, কারো ঘুম ভাঙ্গেনা, কেউ কেউ রেগে যায় হাসেনা, আর হাসেনা ; কেউ কেউ ঘুমায়, জেগে উঠেনা । লিখন মে-০১.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।