আমাদের কথা খুঁজে নিন

   

বাই বাই ঠা ঠা ইংল্যান্ড

ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না। নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।

এরা যে কোন কিছুতে-ই হারলে আমার ভালা লাগে সেই এক ঐতিহাসিক কারন। ২০০ বছর।

তারপরে আবার একন মানবতার সওদাগর। পুরা হিপোক্রেট একটা জাতি। যদি দুনিয়াতে কোন লুটপাটকারী দেশ থেকে থাকে সেইটাই ইংলিশ। পৃথিবীর অনেক সমস্যার জন্মদাতা সেইটা ফিলিস্তিন থেকে কাশ্মির হইতে আমাদের এই বঙভূমি ও। তাই অন্তত তাদের সুখ আমার ভালো লাগে না! তাদের লুটপাটি শাসনের সেই দাগ এখনো পুরা ভারত উপমহাদেশে বর্তমান আছে।

যাই হোক সবাই হয়তো কইবেন খেলার সাথে রাজনীতি কেন? রাজনীতির সাথে খেলা কেন? সব জাগায়ই নীতি আছে। আমার ও প্রশ্ন একটা দল হেরে যাবার পর সেই দেশের রাজনীতিবিদেরা কেন সংসদে নাচাচাচি করে? প্রেসিডেন্ট হইতে কেরানী পর্যন্ত কেন মুখ কালো করে থাকে? বাই বাই ঠা ঠা ইংল্যান্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।