আমাদের কথা খুঁজে নিন

   

হে আমার বিষন্ন সুন্দর!!!



.."হে আমার বিষন্ন সুন্দর...দু চোখে ভাঙ্গন নিয়ে কেন এই রুক্ষ দুঃসময়ে এলে..কেন সমস্ত আরতির শেষে আজ এলে শূন্য হাতে..কেন এলে,বিষন্ন সুন্দর..তুমি কেন এলে?"... ..গত একুশে জুন ছিল ভাঙ্গনের কবি,দ্রোহের কবি,প্রেমের কবি রুদ্র শহীদুল্লাহর প্রয়াণ দিবস..কবি রুদ্র অকালেই চলে গিয়েছিলেন পৃথিবী ছেড়ে এই দিনে..বিশ্বসাহিত্যে কবিদের অকাল প্রয়াণের যে ধারা তার সাথে বাংলা সাহিত্যের কবিরাও কিভাবে যেন মিশে গেছেন..জীবনানন্দ, সুকান্তর মত রুদ্রও বিদায় নিয়েছেন অকালে....সবচাইতে বড় বিস্ময় হল এই যে যারাই দ্রোহের কথা বলেন,তারুণ্যের উদ্দীপনার কথা বলেন কিংবা বিমূর্ত 'বিষন্ন সুন্দর' এর কথা বলেন তারাই বিদায় নেন অকালে..প্রকৃতি বোধহয় তাদের গভীর মমতার সাথে ফিরিয়ে নিয়ে যায় বার্ধক্যে উপনীত হবার আগেই..যাতে মানুষের মনে চিরকাল জেগে থাকে তাদের সেই দ্রোহময় যৌবনের প্রতিকৃতি.. ..মাত্র ৩৫ কি ৩৬ বছর বেঁচেছিলেন কবি..এর মাঝেই অমর কিছু পংক্তি দিয়ে গেছেন জগতকে..আমাদেরকে 'বহন' দিয়ে কবি নিয়ে গেছেন 'দহন'.. 'মুখরিত মর্মমূল' থেকে উচ্চারণ করেছেন "আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই".."জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন".. তবুও দ্বিধাহীন বিশ্বাসে উচ্চারণ করেছেন গভীর সত্যখানি----"রাত্রি বলবে নেই,নক্ষত্র বলবে নেই,শহর বলবে নেই,সাগর বলবে নেই,হৃদয় বলবে আছে"... যুগ যুগ বেচে থাকুক রুদ্র..প্রখর রুদ্রতার সাথে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।