আমাদের কথা খুঁজে নিন

   

দি হবিট: এবার খোদ পিটার জ্যাকসন!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

দুই বছর ধরে সবাই জানতো গুইলেরমো ডেল টরো দি হবিট পরিচালনা করবেন। কিন্তু মাসখানেক আগে হেলবয় মুভির এ পরিচালক জানালেন, তিনি হবিট প্রজেক্টে আর থাকতে পারছেন না। কারন হিসেবে বললেন, শেডিউল জটিলতার কথা। অথচ গত দুই বছর যাবৎ তিনি হবিট মুভির প্রি-প্রোডাকশনের কাজ করছিলেন। সম্ভবত এবার তিনি নিজের হেলবয় সিরিজের তৃতীয় পর্বের দিকে নজর দেবেন।

তবে হবিটের জন্য চিত্রনাট্য লেখার কাজে তিনি সহায়তা করে যাবেন বলেছেন। কিন্তু হবিট তবে কে পরিচালনা করবেন? ওয়েবে খবর ছড়িয়েছিল ডিস্ট্রিক নাইনের পরিচালক নিল ব্লু মক্যাম্প মুভির দায়িত্ব পাচ্ছেন। কিন্ত জানা গেছে তিনি এ জাতীয় কোন প্রস্তাব পাননি। তিনি নিজের একটি সায়েন্স ফিকশন মুভি নিয়ে ব্যস্ত আছেন। তবে কি দি লর্ড অফ দি রিংসের অস্কার বিজয়ী ডিরেক্টর স্যার পিটার জ্যাকসনই তার ট্রিলজি মুভির এই প্রিকুয়্যেল নির্মাণে নিজেই হাত লাগাবেন? অবস্থাদৃষ্টিতে এখন তা-ই মনে হচ্ছে।

অবশ্য তিনি ছাড়া এই কাজে যোগ্যতর আর কে হতে পারেন! তাছাড়া পিটার এতোদিন দি হবিট মুভির প্রযোজক হিসেবেই কাজ করছিলেন। এখনো অফিসিয়াল ঘোষণা না এলেও, জানা গেছে দি লর্ড অফ দি রিংস মুভির দুটি 'হবিট' প্রিকুয়্যেল নির্মাণের ব্যাপারে পিটার জ্যাকসনের সঙ্গে মুভির প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স, নিউ লাইন সিনেমা ও এমজিএমের আলাপ চলছে। উল্লেখ্য, মুভি দুটি যথাক্রমে ২০১২ ও ২০১৩ সালে মুক্তি পাওয়ার কথা। অস্কার জয়ী দি লর্ড অফ দি রিংসের আগের কাহিনি এই মুভি দুটিতে চিত্রায়িত হবে। জে. আর. আর. টলকিনের উপন্যাস অবলম্বনে পিটার জ্যাকসনই প্রিকুয়্যেল দুটির পরিকল্পনা করেছিলেন।

*লেখকের এই লেখাটি প্রথম আলো অনলাইন সংষ্করণেও প্রকাশিত হয়েছে*


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।