আমাদের কথা খুঁজে নিন

   

বৈবাহিক সর্ম্পক কি এতই ঠুনকো ?



নানা ব্যস্ততায় ইদানিং বল্গে লিখতে পারছি না তবে নিয়মিত অন্যদের লেখা পড়ছি, কমেন্ট করছি । তবে ইদানিং হাজারো কাজের ভিড়ে আমার একটি প্রশ্ন বার বার উকি দেয় তা হচ্ছে ”আমাদের বিয়ে ব্যবস্হ কি ভেঙ্গে পড়ছে ?” বিয়ে পরবর্তী জীবনে আমরা কি চাইছি ? আমাদের দীর্ঘ ঐতিয্য, পারিবারিক স¤প্রীতি, সৌহার্দ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গুরুজনে ভক্তি, ছোটদের স্নেহ দেয়া , সমাজের জন্য একত্রে কাজ করা, স্বার্থহীন ভাবে অসহায়, প্রতিবন্ধীদের কল্যানে কাজ করা এসব আজ কোথায় ? দেশের সবত্র কেন আজ এই নৈতিক অধ:পতন ? সমাজ কেন বিকারগ্রস্ত ? বিয়ের মত পবিত্র আত্নিক, মানসিক, সামজিক বন্ধনের প্রতি কি আমাদের শ্রদ্ধাবোধ হারিয়ে গেছে ? গত ২/৩ মাস যাবৎ যে ভাবে পত্রিকায় পারিবারিক ব্যব¯হার ধ্বংসাত্বক কাহিনী আসছে তাতে আমরা কি বুঝতে পারি ? মানুষের পরম বিশ্বাস, শান্তি আর নির্ভরতার শেষ আশ্রয়ই হচ্ছে তার ”সংসার” ”পরিবার” বা ”গৃহ”। আমরা কেন There is no place like home এই চিরসত্য বাক্যের ব্যতয় ঘটাচ্ছি ? পরিবারের অভ্যন্তরে হত্যাকান্ড বা আত্নহত্যার মত এসব করুন ও নির্মম ঘটনার কারণ কি ? আজ থেকে মাত্র ৩০ বছর আগে যখন এদেশ টা আরো দরিদ্র ছিল তখন কি এত পারিবারিক অনাচার এত ব্যপক আকারে ছিলো ? আমরা কি জাতি হিসেবে এতই উগ্র, এতই পাষান? এতই নোংরা মনের হয়ে যাচ্ছি ??? কেউ কি এসবের অর্ন্তনিহিত কারণগুলো বলবেন ? এর পেছনে কারা কাজ করছে ??কোন সে গডফাদার যে আমাদের সমাজ, মুল্যবোধ, ঐতিয্য ধ্বংশ করছে ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।