আমাদের কথা খুঁজে নিন

   

ফাইল ও ফোল্ডার থাক নিরাপদে

II'm not Special, I'm just LIMITED Edιтιση :)

নিজের কম্পিউটারে গুরুত্বপূর্ণ ফাইল ও ফোল্ডার নিরাপদে রাখাটা জরুরি। ফলে নিজস্ব ফাইল নিরাপদ থাকে। এ কাজটি সহজে সফটওয়্যারের মাধ্যমে করা যায়। ইজি ফাইল লকার নামের একটি সফটওয়্যার দ্বারা গুরুত্বপূর্ণ ফাইল, ফোল্ডারসহ হার্ডডিস্কের নির্দিষ্ট ড্রাইভেও প্রবেশ বন্ধ করে রাখা যাবে। বিনা মূল্যে ২২৬ কিলোবাইটের সফটওয়্যারটি Click This Link ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)।

এবার সফটওয়্যারটি ইনস্টল করে নিন এবং System মেনু থেকে গোপন নম্বর (পাসওয়ার্ড) ঠিক করে নিন। এবার গুরুত্বপূর্ণ ফোল্ডারটি লক করতে শুরুতে Edit মেনু থেকে Add Folder-এ ক্লিক করুন। এবার Setting ডায়ালগ বক্স থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি লক করতে চান সেটি নির্বাচন করুন। এবার আপনার প্রয়োজন অনুসারে Access able, Write able, Delete able, Visible থেকে দরকারি অপশনগুলো নির্বাচন করে OK করুন। এখান থেকে Access able ক্লিক করে দিলে আপনার ফোল্ডারে কেউ প্রবেশ করতে পারবে না।

এভাবে আপনি ইচ্ছেমতো যে কোনো ফাইল, ফোল্ডার অথবা ড্রাইভ বিভিন্নভাবে লক করে রাখতে পারবেন। সফটওয়্যারটি আনইনস্টল করার জন্যও গোপন নম্বর লাগবে এবং লক করা ফাইল সার্চ করলেও খুঁজে পাওয়া যাবে না। তাই আপনার ফাইল কিংবা ফোল্ডার থাকবে নিরাপদে। সূত্রঃ প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.