আমাদের কথা খুঁজে নিন

   

তারুণ্যে মুখরিত, সচেতন প্রাণে উজ্জীবিত কমিউনিটি অ্যাকশন আয়োজিত অগ্নি প্রতিরোধ বিষয়ক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত

http://shorob.com/author/bohemian/

গত বৃহস্পতিবার কমিউনিটি অ্যাকশন পুরোনো ঢাকার অধিবাসীদের অগ্নি প্রতিরোধ বিষয়ে সচেতনতার লক্ষ্যে একটি সফল কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্কুল কলেজ এর ছাত্র ছাত্রী এবং এলাকা বাসী মিলে দুই শতাধিক অংশগ্রহণকারী ছিল । দুপুর দুইটা থেকে ছাত্র ছাত্রীরা মিলনায়তনে আসা শুরু করেন । লাল সবুজ ব্যাজ পরিহিত অ্যাকশনিয়ারগণ অতিথিদের কমলা রঙের ব্যাজ পরিয়ে দেন এবং তাদের আসন গ্রহণে সহায়তা করেন । লাঞ্চ পর্ব যথাযথভাবে শেষ হয় অ্যাকশনিয়ারদের পারঙ্গমতা এবং আমন্ত্রিত অতিথিদের সহযোগিতার কারণে ।

তিনটা থেকে কর্মশালা শুরু হয় কমিউনিটি অ্যাকশন এর প্রেসিডেণ্ট নাবিলা ইদ্রিস এর সংক্ষিপ্ত কিন্তু অণুপ্রেরণাদায়ক বক্তব্যের মধ্য দিয়ে । তিনি কমিউনিটি অ্যাকশন কী কেন এবং কীভাবে কাজ করার চেষ্টা করছে সংক্ষিপ্ত ভাবে তা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে সমাজ সেবার প্রতি আহবান জানান । অগ্নি প্রতিরোধ কেন প্রতিকারের চেয়ে বেশি জরুরি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কীভাবে মোকাবেলা করা যায়, এ ব্যাপারে তরুণ প্রজন্ম কী অবদান রাখতে পারে সে বিষয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন । ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর বার্ন ইউনিট এর প্রধান প্রফেসর সামন্ত লাল সেন শুধু নিমতলী ট্র্যাজেডির মর্মান্তিক অভিজ্ঞতার কথাই নয় অন্য অসচেতনতাজনিত দুর্ঘটনার কথাও উল্লেখ করেন । কীভাবে অসচেতনতার কারণে অনেক তরুণ এবং সম্ভাবনাময় প্রাণ নষ্ট হচ্ছে সেই কথা বলেন ।

নিমতলীর দুর্ঘটনার রোগীরা এখনো দুর্ভোগ পোহাচ্ছে বলে তিনি জানান । আগুন লেগে গেলে সাথে সাথে কী করণীয় এই সব বিষয়ে তিনি উপদেশ/পরামর্শ প্রদান করেন । কর্মশালায় উপস্থিত সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন । ৬১ নং ওয়ার্ড কমিশনার আলতাফ হোসাইন তাঁর অভিজ্ঞতার আলোকে ছাত্রছাত্রীদের সচেতন হবার আহবান জানান এবং বিভিন্ন করণীয় দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন । কর্মশালাটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক মেজর এম.এম.মতিউর রহমান এবং অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ ।

তারা প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপনা করেন (ফায়ার ব্রিগেড এর ইতিহাস, লোকবল , ভবিষ্যত পরিকল্পনা, ইমার্জেন্সি নম্বর, অগ্নি নির্বাপনের উপায় সমূহ, ফায়ার ব্রিগেড কে কীভাবে সাহায্য করা সম্ভব , নিমতলী ট্রাজেডি কীভাবে ঘটল তার বিস্তারিত বর্ণনা ইত্যাদি... )এবং বিভিন্ন উপকরণ (বিভিন্ন ধরণের অগ্নি নির্বাপক যন্ত্রের)এর সাথে পরিচয় ঘটান, কি করে ব্যবহার করতে হয় তা হাতে কলমে শেখান । কর্মশালার শেষ দিকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আবারো আলোকপাত করা হয় যাতে উপস্থিত সবাই তা মনে রাখতে পারে। কর্মশালা শেষে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি উপভোগ্য প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয় । ছাত্র ছাত্রীরা বিভিন্ন পরিস্থিতিতে করণীয় এবং অগ্নি নির্বাপণ কৌশল নিয়ে প্রশ্ন করেন । বিশেষজ্ঞগণ সে সব প্রশ্নের উত্তর নিয়ে বিশদ আলোচনা করেন ।

কর্মশালা আহরিত জ্ঞান ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে নাবিলা ইদ্রিস কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন । সব শেষে থাকলে সচেতন ,থামবে অঘটন শ্লোগানে মুখরিত একটি র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় । তরুণপ্রাণে মুখরিত এই কর্মশালার অর্থায়নে ছিলো রহিমআফরোজ । । যাদের সাহায্য ছাড়া পুরো কাজটা করা প্রায় অসম্ভব ছিলো তারা হচ্ছেন আজাদ মুসলিম কম্লেক্স এর ভলান্টিয়ারগণ ।

তাঁদের প্রতি কমিউনিটি অ্যাকশন কৃতজ্ঞ । কর্মশালায় চ্যানেল আই, এটিএন বাংলা , এটিএন নিউজ, বাংলা ভিশন, ডেইলি স্টারসহ প্রথম সারির এবং প্রধান জাতীয় টিভি এবং দৈনিক পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । এই কর্মশালা সফলভাবে সম্পাদনের জন্য নাবিলা ইদ্রিস,তাশফিয়া রুবায়েত অ্যাকশনিয়ারদের ধন্যবাদ জানান । তাঁরা বলেন তন্ময় , আসিফ, রাজু ,বাপ্পি , মুস্তাকীম , প্রিতম,জাকারিয়া, তানজিম,নাবিলা,সাবরিনা, সাওগাত, ফারহান,এমিল,আনশা,তাওসীফ ,জারির , ইফতেখার, নাজমী,আশিক,জাফরি প্রমুখ অ্যাকশনিয়ারদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এই কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয় । ভবিষ্যতেও কমিউনিটি অ্যাকশন এই রকম জনসচেতনতামূলক কাজের সাথে যুক্ত থাকবেন বলে তাঁরা জানান ।

অনুষ্ঠানের ছবি এলবাম Even a smile is a charity

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।