আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের পজেটিভ-নেগেটিভ দিক

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

অনেকদিন ধরে তো হরতাল হয় নাই, তাই এই বারের হরতালে একটু সমস্যায় পড়েছি। আগেকার দিনে হরতাল হলে কতকগুলো ধরা-বাঁধা নিয়ম জানা ছিল। মধ্যে তো অনেক দিন হরতাল হয় নাই, আমরাও হরতাল কালচারের অনেক কিছুই অ-ব্যবহারে ভুলতে বসেছি। বিশেষ করে আমরা যারা সংসারী মানুষ, তাদের জন্য হয়েছে যন্ত্রণা।

আগেকার দিনে হরতাল হলে ইসকুল বন্ধ থাকত। এখন ইসকুল কি খোলা থাকবে? হরতাল তো চাকুরীজীবিদের জন্য একটা ছুটির দিন ছিল। এইবারের ছুটিটা আদৌ হবে কিনা তাও জানিনা, বুঝতে পারতেছি না। এইবারে দেখলাম হরতাল বিরোধী কনসার্ট হচ্ছে, শোভাযাত্রা হচ্ছে। মানব্বন্ধন হচ্ছে।

এইগুলা পজেটিভ দিক। বিএনপি লিফলেট বিলিয়েছে। বলছে যে তারা অন্য কায়দায় হরতাল করবে। এইটাও পজেটিভ দিক। কিন্তু দুঃখের কথা হল হরতাল না করার ব্যাপারে কেউই পজেটিভ না! এইটা নেগেটিভ দিক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.