আমাদের কথা খুঁজে নিন

   

ভেবেছ মনে রাখব ?

www.adityaanik.com

ভেবেছ মনে রাখব ? আদিত্য অনীক ভেবেছ মনে রাখব? মনে করে কষ্ট পাব? প্রতি ঘুমে স্বপ্নে গিয়ে তোমার হাতে পানি খাব? একটুও না। ওসব আমার ধাতে সয় না আমি একটু অন্য রকম চৈত্র মাসের মেঘের মত সকাল বেলা আকাশ ছাপা দুপুর বেলা মর্মাহত। বিকেল হলে জমাট বাঁধি কপাল রেখার ঘামে ঝাঁপিয়ে পড়ি ছাঁপিয়ে ধরি কাল-বৈশাখী নামে। কবে তোমার বিকাল হবে খরস্রোতায় জমবে চর? আমি তখন বৃষ্টি হব বজ্রশীলে, নিয়ম ভাঙা ঝড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।