আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মদ কিবরিয়া

গুণীজন

স্কুলে পড়ার সময়ই ছবি অাঁকায় হাতেখড়ি হয়েছিল কিবরিয়ার৷ তাঁর জন্মস্থান বীরভূমে প্রতিবছর কৃষি মেলা হতো, যেখানে অাঁকিয়েরা ছবি নিয়ে যেতেন৷ বীরভূম জেলা স্কুলের শিক্ষার্থীরা এই মেলার ছবি প্রদর্শনীতে ছোট ছোট কাজ নিয়ে হাজির হতো৷ মোহাম্মদ কিবরিয়াও কয়েকবার অংশ গ্রহণ করেছেন মেলায়৷ মৃত্যুর মাস ছয়েক আগে রবীন্দ্রনাথ একবার এসেছিলেন এই মেলায়, তিনি আসায় ওই কৃষিমেলাটি অনেক বেশী গুরুত্ববহ হয়ে ওঠে৷ কিবরিয়া তখন ষষ্ঠ কি সপ্তম শ্রেণীতে পড়তেন৷ রবীন্দ্রনাথের সৌম্য শান্ত মূর্তি তাঁর মনে গভীর রেখাপাত করেছিল৷ বীরভূম জেলা স্কুল থেকে হাতে লেখা ম্যাগাজিন বেরুত৷ সেই ম্যাগাজিনে অাঁকতেন কিবরিয়া৷ তাঁর ছবি অাঁকার আগ্রহ তৈরি করে দিয়েছিলেন স্কুলের শিক্ষকরা৷ বীরভূম জেলা স্কুল শেষ করে যখন কলকাতা আর্ট স্কুলে ভর্তি হলেন, তাঁর পেছনে অনুপ্রেরণা এসেছিল সেই স্কুলের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী চৌধুরীর কাছ থেকে৷ তিনি স্বত:প্রণোদিত হয়ে কথা বলেছিলেন কিবরিয়ার পরিবারের সঙ্গে৷ ফলে তিনি ১৯৪৫ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন৷ http://www.gunijan.org.bd http://www.biplobiderkotha.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।