আমাদের কথা খুঁজে নিন

   

দাতের মর্ম

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

আমি থাকি লারমিনি স্ট্রিট। কিন্তু ছবি তুলতে দিয়েছি র‌্যাংকিন স্ট্রিট। (কেউ আবার ভেবোনা আমি ইংল্যান্ড আমেরিকার রাস্তা ঘাটের কথা বলছি। জায়গাটা ওয়ারি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা। ইংরেজ সাহেবরা এই এলাকাকে কেন্দ্র করে ঢাকা গড়ে তুলেছিলেন।

তাই এখানকার রাস্তাঘাটের নাম সাহেব সাহেব। ) যাই হোক, আমি ছবি আনতে গিয়ে বিশাল জ্যামের মধ্যে পড়লাম। কী করি রিকসায় বসে। পাশে তাকিয়ে দেখি একটা প্রসাধন সামগ্রীর দোকান। ওলে পন্যের মডেল সুস্মিতা সেন আমার দিকে হাসিমুখে তাকিয়ে আছে।

সুস্মিতাকে আমার ভালো লাগে। এতো কাছ থেকে দেখে ভাবলাম ওকে একটু বিশ্লেষন করি। তাছাড়া আর কিছু করারও নেই। জ্যামে আটকা পড়ে আছি। সো, গভীর মনোযোগ দিয়ে আমি ওকে নিরীক্ষণ করতে শুরু করলাম।

আমার তাকানো দেখে দোকানী নিজে আয়নার পাশে এসে দাড়ালো। আমি তাকে অবজ্ঞা করলাম। সুস্মিতাকে দেখছি। চমৎকার একটা মাপা হাসি মুখে। ডান গালের ছোট্ট টোলটা সত্যিই অসাধারণ।

প্রশস্ত কপালটাই বলে দিচ্ছে-পৃথিবীতে সে একটা বিশাল ভাগ্য নিয়ে এসেছে। তা তো বটেই। কত মেয়েই তো মিস ওয়ার্ল্ড হয় কিন্তু মহা বিশ্বের সুন্দরী হওয়া সোজা কথা নয়। (নিন্দুকেরা অবশ্য বলতে পারে-বিভিন্ন সিনেমা-সিরিয়ালে এলিযেনদের যে চেহাড়া সুরাত দেখি তাতে মহা বিশ্বের মধ্যে সুন্দরী হওয়াটা বিশেষ কোনো কৃতিত্ব নয়। ) যাই হোক, সুস্মিতার ঘাড় পর্যন্ত দেখা যাচ্ছে।

তার নিচে অবশ্য নামা যাচ্ছে না। ছবিতে নাই। তাছাড়া আমি উপরের দিকেই আগ্রহী। হাসি দেখছি। ছেলেদের দৃষ্টি নিয়ে মেয়েদের অবশ্য একটা বিরাট কমপ্লেইন আছে।

আমি অবশ্য এর পেছনে একটা যুক্তি খুজে পেয়েছি। আমার মতে, কথা বলার সময় চোখের দিকে তাকাতে গিয়েই বিপত্তির শুরু হয়। একটা মেয়ের সাথে যখন কথা হয় তখন নিশ্চয়ই আকাশের দিকে মুখ তুলে তারপর চোখের দিকে দৃষ্টি নামানো স্বাভাবিক নয়। সম্প্রতি একটা আর্টিকেলে দেখলাম- ছেলরা মেয়েদের তিনটি জিনিসকে সবচেয়ে গুরুত্ব দেয়- চোখ, চুল এবং হাত। আমি ভীষণ বিশ্বাস করেছি কথাটায় যাই হোক, আমি আবার সুস্মিতায় ফিরে আসি।

তার মুখের সবকিছু খেয়াল করার পর মনে হলো- ওর দাতগুলোই সবচেয়ে সুন্দর। সামনের দাতদুটো একটু বড়ো, তার পাশের দাতগুলো আস্তে আস্তে ছোট হয়ে এতো সুন্দর একটা সমন্বয় তৈরী করেছে, অ!সাম। সবকিছু ভুলে আমি শুধু ওর হাসিতেই মুগ্ধ হলাম। সত্যিই দাতের মর্ম অপরিমেয়!! ক্লিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।