আমাদের কথা খুঁজে নিন

   

মন মোর মেঘের সঙ্গী ......

:)

ক্ষণে ক্ষণে রূপ বদলে ফেলা আকাশ...মেয়েবেলায় ভাবতাম মেঘেরা কোথায় যায়? ! এখন ভাবতে ভালো লাগে, ওরা আমার হয়ে, আমার ফেলে আসা প্রিয় সবাইকে, প্রিয় সবকিছুকে দেখতে যায়....আমি ওদের চোখে মনের তৃষ্ণা মেটাই ... এই জানালায় দাড়ালেই আার মনে হয় চিমনী থেকে একের পর এক মেঘ বেরুচ্ছে..আকাশের রঙে রঙ মিলিয়ে কখনো তারা নীল,কখনো গোলাপী! কখনো টকটকে লাল! দিন নেই রাত নেই - একটু জিরিয়ে নেয়ারও সময় নেই...অবিরাম ব্যস্ত তারা.. কোনো এক বিকাল। তুলার মত ভিজে ভিজে মেঘ কয়েক দিনের সূর্যের না দেখা দেওয়ার কষ্টের মেঘখানিও সঙ্গে নিয়ে গেল...কোথাও পড়েছিলাম -আকাশ কখনো পুরানো হয়না। যতবার আকাশ দেখি কথাটা ততোবার যেনো নতুন করে বুঝতে পারি... তখন রাত নয়টা,যদিও সন্ধ্যা বলে ভুল হয়! হয়তো এই বেরিওজাগুলি নতুন করে সাজবে বলেই তাদের এই আর একটু দিনের আলো চেয়ে নেওয়া.. সামার আসছে বলে হয়তো ভালো লাগায় মেঘেরাও কি করবে ঠিক বুঝে উঠছেনা! তাই দলবেঁধে জড়ো হয়েছে বেরিওজার সাজ দেখতে... বুকে হাহাকার জাগানো মেঘের সেই ডাক, তীব্র বিষাদে কাল হয়ে আসা আকাশের সেই রূপ আবার দেখবো... আরেক জনমে হয়তো চাতক ছিলাম-নয়তো মেটেনা কেনো মেঘ-তৃষ্ণা!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।