আমাদের কথা খুঁজে নিন

   

২০০৮ সালে ব্রাজিলের বিপক্ষে পর্তুগালের ৬-২ গোলে হার

তারা ভরা রাতের নিষাচর...
ব্রাজিলের সামর্থ্যের প্রমান নিতেই যেন অপেক্ষা করছে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। কাকা বিহীন গ্রুপ পর্বের এ ম্যাচটিতে ব্রাজিলকে সামর্থ্যের সবটুকু উজাড় করে খেলতে হবে । যেখেনে প্রতিপক্ষ হিসাবে রোনল্ডর উজ্জীবিত পর্তুগাল। গ্রুপ পর্বের এই খেলাটিই স্হান নির্ধারনী খেলা হয়ে দাড়িয়েছে। তবে স্হান নির্ধারনী এই ম্যাচটিকেও হালকা ভাবে নিচ্ছে না ব্রাজিল।

তবে প্রতিপক্ষ নিয়ে ভাবার কোনো অবকাশ নেই ব্রাজিলের। দলের অধিনায়ক লুসিওর মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে তা, "আমরা জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে প্রতিটি ম্যাচ জিততে চাই। আমরা আমাদের ফুটবলের ঐতিহ্য ও সম্মান রক্ষার জন্য খেলি। খেলি অগণিত ফুটবল ভক্তের কথা মাথায় রেখে। প্রতিপক্ষ নিয়ে আমরা ভাবি না।

" ব্রজিলের কোচ কার্লোস ডুঙ্গার ভাবনাও ঠিক এরকম। তবে এ খেলার জন্য দল সাজাতে কিছু অদল-বদল করতেই হবে। আইভরি কোস্টের সঙ্গে খেলার সময় চোট পেয়েছিলেন অন্যতম সেরা গোলদাতা এলানো। তিনিও খেলবেন না পর্তুগালের বিপক্ষে। তার জায়গায় খেলতে পারেন নিলমার।

এদিকে পর্তুগাল শিবির থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, তারা ড্রয়ের জন্য খেলবে না। ২০০৮ সালে ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ একটি প্রীতি ম্যাচ খেলেছিল পর্তুগাল। তাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ৬-২ গোলে হেরে গিয়েছিল তারা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।