আমাদের কথা খুঁজে নিন

   

উদগতো প্রস্থান ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

একবার এসে ছুঁয়ে গ্যালে কি হয় তোমার বল ? না হয় দেখলে এক ঝলকে আঁখির ছল_ছল ! পরাণ ব্যাপিয়া নিবীড় বেদনা সমাগত দিন ফেলে, ক্রমান্বয়ে এগিয়ে আসছে পাখোয়াজ পাখা মেলে । তুমি ছাড়া এই দুঃসময়ে কার কাছে যাবো আর, কে হবে সে'জন, নিজেকে ফেলিয়া সাথী হবে বেদনার ! কে আর পারে তোমার মতোন ধরতে দু'টো হাত, চোখের তারায় রোদ্র জ্বলে গহীন কালো রাত । ব্যাথার আগুন, রুদ্র ফাগুন খামচে ধরে খায়, ব্যাথায় ব্যাথায় সজীব আমি অবাক নিরুপায় । নিজের থেকেই পালাই যখন সময় গুলে খাই ; ভীষণ অস্থির ঘুরে ফিরে তোমার কাছেই যাই ।

শেষ গোধূলীর লালচে আভা তোমার নিটোল গালে_ বিশ্বজুড়ে বিপ্লব আসে গণ তন্ত্রের পালে । গাছগুলো সব সটান দাড়ায় পেটগুলো সব ভরা, বইয়ের পাতায় ঠাঁই নিয়েছে ইতিহাসের খরা । তোমার চোখের মদির তৃষায় সবুজ মেলে পাখা, অবুঝ মেয়ে, মুগ্ধতা চাও কাঠ পেন্সিলে আঁকা ? তুমি হাসলেই প্রথম বুজি পৃথিবীর প্রতি মোহ, তুমিও যে এক, পৃথিবী আমার জীবনের সমারোহ । প্রতি পলকে অনুভূতি ধায় কতো ভাবে সাজে মন, সবখানেই আছো আধারের রাণী ধ্রুব সূর্যের মতোন । বলতে চাইনে লজ্জা ভারী মুখ হয়ে আসে কালো, নিজেরে বাসিনা, নিজেরে বাসিনা_ তোমারে বাসি ভালো ।

ভেবে বসোনা আড়ালের কণ্যা দেয়ালের ভাঙন দেখে, হারিয়ে যাচ্ছি অচিন পথে তোমাকে বৃত্তে রেখে । চক্রাকারে ঘুরবো দু'জন সময় বুজি হলো, একবার এসে ছুঁয়ে গ্যালে কি হয় তোমার বল ? লিখন জুন-০২.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.