আমাদের কথা খুঁজে নিন

   

সিমট্যাক্স প্রত্যাহার না করলে বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রত্যাহারের হুমকি

...... সৃষ্টিশীলতার সন্ধানে

সিম ও রিম কার্ডের মাধ্যমে নতুন সংযোগ দেয়ার ক্ষেত্রে যে আটশ' টাকা কর নেয়া হয় তা সম্পূর্ণ তুলে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদশের ছয়টি মোবাইল ফোন অপারেটর । একই সঙ্গে তিনশ' কোটি টাকা জরিমানার বিধান রেখে টেলিযোগাযোগ আইন সংশোধনের যে উদ্যোগ নেয়া হয়েছে, সে উদ্যোগ থেকেও সরকারকে সরে আসতে অনুরোধ করেছে মোবাইল ফোন কোম্পানীগুলো। অন্যথায় মোবাইল ফোন অপারেটররা টেলিযোগাযোগ খাতে যে বিশাল বিনিয়োগ ইতিমধ্যে করেছে এবং আগামীতে আরো বিনিয়োগ করার পরিকল্পনা করছে, সে বিষয়ে নতুন করে ভেবে দেখবে। আজ দুপুর ঢাকার একটি হোটেলে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। প্রস্তাবিত টেলিযোগাযোগ আইন সংশোধন আইন-২০১০ ও বাজেটে সিমট্যাক্স বিষয়ে মোবাইল ফোন কোম্পানীগুলোর অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল বলেছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখতে হলে বর্তমানের টেলিযোগাযোগ আইনই বহাল রাখা উচিত। প্রস্তাবিত আইনে বিধি লংঘনের জন্য তিনশ' কোটি টাকা জরিমানাসহ আরো যে সব সংশোধনী আনা হয়েছে, তা মোটেই যুক্তিসংগত নয়। এ আইন পাশ হলে এ খাতে দেশী-বিদেশী বিনিয়োগ কমে যাবে। আগের বিনিয়োগ ঠিক রাখাও সেক্ষেত্রে কঠিন হয়ে পড়তে পারে। বারবার তাদের অনুরোধ সত্ত্বেও সিমট্যাক্স তুলে না নিলে অপারেটররা এ খাতে তাদের বিনিয়োগের বিষয়ে নতুন করে ভেবে দেখতে পারে।

সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী বলেছেন, সরকারের নির্ধারিত করের বোঝার কারণে মোবাইল ফোনখাতে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। সিম ও রিম ট্যাক্স তুলে নেয়াসহ এ বিষয়ে সরকার সহায়ক কোন কর্মসূচি না নিলে এ খাতের বিকাশ মারাত্মক বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজও পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিক সম্মেলনে বাংলা লিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা, রবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কোয়েনার, ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট , সরকারী প্রতিষ্ঠান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও মোবাইলফোন অপারেটর এসোসিয়েশন-অ্যামটবের সভাপতি জাকিউল ইসলাম বক্তৃতা করেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।