আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে খুজি আমি স্তব্ধরাতের নির্জনে, মুঠুফোনে ! সময় কাটেনা ছরি থুক্কু ঘুম আহেনা বলে।।

ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্

তোমাকে খুজি আমি ব্যস্ত দিনের কর্মচঞ্জল ক্ষনে, উল্কার বেগে ছুটেচলা ওই সদরঘাটের ৭ নম্বর বাসের বেগে, সজোরে তোমার পানে; তোমাকে খুজি আমি স্তব্ধরাতের নির্জনে, মুঠুফোনে ! সময় কাটেনা ছরি থুক্কু ঘুম আহেনা বলে।। ট্যা ট্যা ট্যা.. কতকিছু বলব, ভেবে ভেবে আর কিছুই আসে না মনে, আসলে বলার মত কিছু থাকলে তো! তোমাকে খুজি আমি সীমাহীন শুন্যতার নির্ভার আকাশে, একান্ত একাকী সঙ্গোপনে; শুধুই ক্ষনিকের লুমান্সের আশায়!! কত কথা আজ রয়েছে মনে বলবো তোমার সনে! হি হি হি!! তোমাকে খুজি আমি শেষরাতের ঐ চোখ জুড়ে আসা ঘুমে, আর কত গ্যাজামু এই ভেবে ভেবে !! ইসসিরে হাছা কতাডা কইয়া ফালাইছি মনে হয়ং!!! চি চি চি!! কত কথা বলি নেশাতুর হয়ে আনমনে; আশা করে থাকি এই আসবে তুমি স্বপনে, রিনিঝিনি হাসির ফোয়ারা ফুটিয়ে ঝড়ের বেগে! ধুম তাড়াক্কা ধিম!! ধিম!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।