আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে।



তা বেশ তুমি কেমন আছো? হয়ত বেশ ভালই আছো জীবনের অনেক কিছুই ধূলয় লুন্ঠিত করে দিয়ে। আমার কথা বাদ দাও। কেন না এ সমাজের কোন আধিপত্য পরিবারের সন্তান আমি না। যে, আমার মত মানুষের সাথে তোমার কি ভাবে জমবে বলো মনের দেনা-পাওনা ? সাগরের কাছে যখন দাড়িয়ে উপভোগ করি তার বক্ষের উত্তাল ঢেউ, আর সে ঢেউ কি না আছরে আছরে এসে আঘাত হানে পাড়ে, তা থেকে ভেঙ্গে যায় পাড়ের বুক, ভেঙ্গে যায় তার সর্বশঃ। তার কত স্মৃতি বুকে নিয়ে, আর ব্যাথা নিয়ে, তার বক্ষতলে বিলিন করে দেয় নিজেকে, কি তার ভালো বাসা? হায়ঃরে পম্মার ঢেউ তোরে আমি বিশ্বাস করি না, কেন না কখন যেন ভেঙ্গেদিস আমার দু-পাজর।

গহিন অরণ্যে, সুরঙ্গ বৃক্ষকে যেমনটি লতা আকড়িয়ে বেয়ে চলে নিরানন্দে আলোক নতার মত। সাধ জাগে বৈ কি আদৌও তোমার তার মত ? ভাল লাগা থেকেই সৃষ্টি হয় ভালোবাসার, আর ভালোবাসা থেকেই সৃষ্টি হয় কাছে পাবার, কাছে পাবার আশায় স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে যেদিন সে কাছে পায় আপন জনকে। আর সেদিনই সে তৃপ্ত ভরে গ্রহণ করে ভালোবাসার সাধ। সে যাক পৃথিবীর আর সব নারীর মত তুমি কখন নও। সব সময়ই পৃথক এবং ব্যতিক্রম তোমার যৌবন এবং জীবন।

ধূ্রব সত্য বলে মনে হয় নূরের। সুন্দরতম জীবন হউক তোমার! শান্তির পরশ আর সমীরণের আলত্‌ আল্‌ত মৃদু মৃদু হাত বুলিয়ে দেয় তোমার সর্বাঙ্গে যেন বাতায়ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।