আমাদের কথা খুঁজে নিন

   

২টি করে খেলার পর কার কি অবস্থান



বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে সবার ২টি করে খেলা হয়ে গেছে। ২টি করে খেলার পর ২য় রাউন্ড নিশ্চিৎ করেছে ৩টি দল আর্জেন্টিনা, নেদারল্যান্ড ও ব্রাজিল। যদিও অংকের হিসেবে অনেক কিছু হতে পারে, যেমন: যদি গ্রীস আর্জনন্টিনাকে বড় ব্যবধানে হারায় ও দক্ষিন কোরিয়া নাইজেরিয়াকে বড় ব্যবধানে হারায় তাহলে আর্জন্টিনা ২য় রাইন্ডা না উঠে গ্রীস ও নাইজেরিয়া উঠবে। তবে এ জাতীয় অংকের হিসেবকে আমলে না আনাই ভালো। কারন আর্জেন্টিনা ও ব্রাজিল যেভাবে খেলেছে সেটিও মাথায় রাখতে হবে।

গ্রুপ পর্যায়ে ২টি ম্যচ জিতে ৬ পয়েন্ট নিয়েও বিপদে আছে চিলি। কারন স্পেন চিলিকে হারালে ও সুইচরা হান্ডুরাসকে হারালে তখন ৩টি দলের পয়েন্ট হবে ৬ তখন গোল পার্থক্য দেখা হবে। চিলি মাত্র ২টি গোল দিয়েছে। জার্মানী অপ্রত্যাশিত হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২য় রাউন্ডে উঠার সুযোগ আছে। ঘানার সাথে জিতলে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আবার না জিতে ম্যাচটি ড্র হলে জার্মানীকে গ্রুপ থেকে বিদায়ও নিতে হতে পারে (যদি সার্বিয়া অস্ট্রেলিয়াকে হারায়)। এ গ্রুপে উরুগুয়ে-ম্যাক্সিকো ম্যাচ ড্র করে উভয়ই ২য় রাউন্ডে যাবার সম্ভাবন প্রচুর। সেক্ষেত্রে ফ্রান্সের বিদায় নিশ্চিত। সি গ্রুপে কে যে ২য় রাউন্ডে যাবে বলা যাচ্ছে না, সেখানে এখনো ৪টি দলেরই সম্ভাবনা আছে। এফ গ্রুপ থেকে প্যারাগুয়ে ও ইতালীর ২য় রাউন্ডার যাবার সম্ভাবনা উজ্জল।

একটি ব্যাপার দেখা যাচ্ছে, বিশ্বকাপে এবার কোন ল্যাটিন আমেরিকান দল এখনো হারে নি। আমি বরাবরই ল্যাটিন আমেরিকান দলগুলোর সমর্থক। সেদিক দিয়ে বিশ্বকাপতি এখন পর্যন্ত ভালোই লাগছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।