আমাদের কথা খুঁজে নিন

   

হাসেত মানা

ভাষা ধর্ম বর্ণ আর আভিজাত্যে বিশ্ব আজ বহুধা খণ্ডিত। কেউ প্রথম বিশ্বের, কেউ তৃতীয় বিশ্বের। কেউ হিন্দু কেউ মুসলমান কেউবা হিন্দু.....এত জটিলতায় কাজ নেই। আমি মানুষ এবং একজন বাঙালি এটাই হোক আমার পরিচয়। এতেই আমি গর্বিত।



১. মেয়েকে দুটো বিছানা পাততে দেখে বাবা জিজ্ঞেস করলেন- বাবা: দুটো বিছানা করছিস কার জন্য? মেয়ে: তুমি জানো না, আজ আমার মামা এবং মায়ের ছোটভাই আসবেন। বাবা: তাহলে আরো একটা বিছানা পাতো, মেয়ে: কেন বাবা? বাবা: আজ আমার শ্যালকও আসেব!javascript:void(0);javascript:void(0);javascript:void(0); ২. মাধবকুণ্ডু মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর সবচেয়ে নিরীহ, সুবোধ ছাত্রটির নাম রহিম। কিন্তু স্কুলের আরবি শিক্ষক মাওলানা তমজিউদ্দীন তাকে সবসময় নিমাই বলে ডাকে। এ নিয়ে ক্লাশে নানা গুঞ্জন। রহিমকে জিজ্ঞেস করে, ভয়-ভীতি দেখিয়েও কোনো লাভ হয়নি।

তাই ক্লাশের সবচেয়ে ডানপিটে ছেলে বাদলই রহস্য উদঘাটনের দুঃসাহস করল- ক্লাশে বাদল আরবি শিক্ষককে জিজ্ঞেস করল আচ্ছা স্যার, ওর না তো রহিম, আপনি ওকে নিমাই বলে ডাকেন কেন? স্যার: (মৃদু হেসে) রহিম আমাকে দাঁতনের জন্য প্রতিদিন সকালে নিমের ডাল দিয়ে যায় তাই আমি োকে নিমাই ডাকি। বাদল: আচ্ছ স্যার আমি যদি প্রতিদিন সকালে আপনাকে জামের ডাল দিয়ে আসি তাহলে কি আপনি আমাকে জামাই ডাকবেন??????????javascript:void(0); javascript:void(0);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.