আমাদের কথা খুঁজে নিন

   

ব্লু-স্বপ্নে নীলচিন্তা



মাশূক আনিস ব্লু-স্বপ্নে নীলচিন্তা ------------------ নৃতও্বের মাঠে জল হানা দিয়েছে মাতৃত্বের জলাশয়ে ডুবুরির মত চুবাচ্ছি, তলাচ্ছি অতলান্তে, ঘন-অন্ধকারের পেটের ভেতর চোখ ভরে উঠছে স্তূপাকার গোলাপ মাংস-দানায় আমি তবু অনন্ধ, নিজ ঠোঁটে সুইট এন্ড সাওয়ার জিওবায় চেটে নিচ্ছি স্বাদ আর আহ্লাদ এ-বড়ো ক্রণিক মেট্রোগৃহে নিরাবরণ লিঙ্গলোবানে পুড়ছে যোনী ও স্তনের বাগান আধোআলো-অর্ধেক অন্ধকারে যোনীচন্দ্রিমায় জোৎসার রাসউৎসব ল্যাপে, স্ট্রিপারের নিপুন নিতম্ব ব্লু- স্বপ্নে, সারারাত্রি ত্রি-ডাইমেনশন সাম্বানৃত্য আমি হারাচ্ছি ক্রনিক ডানার বৈঠাসহ হাকালুকি পাড়ি দিতে, এ আমি কোথায় এসেছি, ...ক্রনিক !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।