আমাদের কথা খুঁজে নিন

   

বীজের নামতা

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

বীজের নামতা -আবু মকসুদ ঘুমিয়ে থাকা বীজটি দেখছে রূপান্তরের স্বপ্ন ওই পারে চলে যাচ্ছে নদী ট্র্যাফিক জ্যামে আটকা পড়েছে শহরের নাভী সম্পর্কের মাঝে থাকছে সাপের কুণ্ডলী চালসের গানে বিভোর বাইপাস বালক ফুঁয়ো বিড়িটির মুখে ঢালছে তীব্র দহন মাটি ও আকাশের অশেষ কৃপায় হাসপাতালের বিছানায় গড়ায় গ্রামের রোদ্দুর বিকেলের চা- লেমন ফ্লেভার, বালক আবার যাবে শিকার উৎসবে। ঘরের আঙিনায় মন গায় পুষ্পকোরাস ফুলের সুখে সাজানো মায়াবী সংসার পুনরায় অরণ্যভূমিতে হারাবার বাসনায় জমায় মেঘের পরত। বিকল ট্রাফিক লাইটে থেমে যায় শহর, ধ্যান ভাঙা বালক আবারও পড়ে বীজের নামতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।