আমাদের কথা খুঁজে নিন

   

সৌরজাতি হিসেবে বাংলাদশের অমিত সম্ভাবনা

ওলি
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলোর রেটিংয়ে বাংলাদেশ শীর্ষে । জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের নিম্নাঋ্চল সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকা ইতিমধ্যে ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা । জলবায়ু উদ্বাস্তুদের চাপে শহরগুলোতে জীবনধারণ কঠিন হয়ে পড়বে । ঘনঘন প্রাকৃতিক দূর্যোগের কারণে হাওর, জলাভুমি এবং কোস্টাল বেল্টে জনগণের বিপন্নতা বাড়বে ক্রমাগত । শংকার সাথে রয়েছে সম্ভাবনাও ।

সৌরশক্তি ব্যবহার করে বাংলাদেশ পৃথিবীর বুকে "সৌর জাতি" হিসেবে পরিচিত হতে পারে । সিলেটে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনকালে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান । জলবায়ু পরিবর্তনের চ্যালেণ্জ মোকাবেলায় রিনিউয়েবল জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি হয়ে পড়েছে এবং বাংলাদেশে সৌরশক্তির ক্রমবর্ধমান ব্যবহার আমাদেরকে বহুদুর এগিয়ে নিয়ে যাবে । আবহাওয়ার চরমভাবাপন্নতা বৃদ্ধি পাবে জলবায়ু পরিবর্তনের ফলে । মৌসুমের পরিবর্তন এবং অনিয়মিত বৃষ্টিপাত খাদ্য নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করবে ।

জলবায়ু পরিবর্তনের ফলে দরিদ্র জনগোষ্ঠীর বিপন্নতা আরো বৃদ্ধি পাবে । কৃষি-ভিত্তিক অর্থনীতির প্রবৃদ্ধি তাতে ব্যাহত হবে দারূনভাবে যার ফলশ্রুতিতে গরীবেদর খাবার যোগানার সংগ্রাম দূরূহ হবে। বৃষ্টিপাতের উপর নির্ভরশীল কৃষিজ উৎপাদন অনিযমিত বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্থ হবে। অধিক ফলনশীল বীজ যার কারণে এশিয়ায় সবুজ বিপ্লব সংগঠিত হয়েছে বলে অনকের বিশ্বাস; জলবায়ু পরিবর্তনরে ফলে সংঘটিত আগাম বন্যা, লবণাক্ততা এবং খরার কারণে সেইসব প্রজাতির উৎপাদন সাধারণ প্রজাতিগুলোর তুলনায় বেশী বাধাগ্রস্থ হবে। তাপমা্ত্রা ও মৌসুমের পরিবর্তন খাদ্য উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

চরমভাবাপন্ন আবহাওয়া এবঙ প্রকৃতির বিরূপতায় পুরো দক্ষিণ এশিয়া জুড়ে মৎস্য উৎপাদন রাতারাতি কমে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশংকা প্রকাশ করেছেণ। বাংলাদশ ব্যাংকের গভর্নর বাণিজ্যিক ব্যাংকগুলোকে সৌরশক্তির প্রসারে এগিয়ে আসার আহবান জানান । বাণিজ্যিক ব্যাংকগুলো বড় বড় শহরে তাদের শাখা স্থাপনের মাধ্যমে অতীতে শুধৃ তেলে- মাথায় তেল দিয়েছে । তিনি এ অবস্থার উত্তরণে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি ব্যাংক এবং কর্পোরেট সংস্থাগুলোর দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন । প্রয়েজানে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে ব্যাংকগুলোকে গ্রামীণ জনগোষ্ঠীকে নিয়ে কর্মরত সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদারের আহবান জানান ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.