আমাদের কথা খুঁজে নিন

   

১বিনয়ী বাংগালীর অনুরোধ ও আহবান

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।

আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ

হে রাজাকারজী, তুমি হইলা মহান ( হারামীর দিক দিয়া ) তোমায় করি প্রণাম । ( গরুরা শিং দিয়ে যেভাবে প্রণাম করে) আমি ছোট আমাকে মেরোনা । আমার দেশ ছোট আমার দেশকে মেরোনা ।

আমার দেশ থেকে তোমরা চলে যাও । আমার দেশ থেকে তোমরা দুরে থাকো । ১০০হাত দুরে থাকো । দুরে থাকো । দুরে থাকো ।

দুরে থাকো । যদি দুরে থাকতে না পারো, তাহলে আমাদেরকে বলিও আমরাই তোমাদেরকে দুরে থাকার ব্যবস্হা করে দেবো । সুন্দর ব্যবস্হা করে দেবো । উওম ব্যবস্হা করে দেবো । হাসিমুখে ব্যবস্হা করে দেবো।

ব্যবস্হা……… হয়তো ভাবছ কি এমন ব্যবস্হা করে দেবো যার কারনে তোমরা................ জানার জন্য তোমাদের মনটা খুব ছটফট করতেছে তাইনা ! ছোট্র্ ১টা গল্প বলছি মনোযোগ দিয়ে শোন তাহলে বুঝতে পারবা একদা ১ এ্যারোপ্লেন রকেটকে বললো, তুমি খুব লাকী । তুমি সবসময় এগিয়ে থাক । তুমি কেমনে সবসময় এগিয়ে থাক? আমার খুব ইচ্ছে হয়,সবসঁময় এগিয়ে থাকতে । তার প্রতিউওরে রকেট বললো, আমি সবসময় এগিয়ে থাকি না ! ব্যটা তোর ফুটকিতে আগুন লাগাইলে বুঝতে পারতি কেন সবসময় এগিয়ে থাকি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.