আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের নির্বাচনে চারদলীয় জোটপ্রার্থী এম মনজুর আলম বিজয়ী, হাসিনা-খালেদার অভিনন্দন

আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!

বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে সিটিকর্পোরেশন নির্বাচনে সব কটি কেন্দ্রের ফলাফলে চারদলীয় জোটপ্রার্থী মনজুর আলম ৪ লাখ ৭৯ হাজার ১ শ ৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও আগের তিনবারের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৬ শ ১৭ ভোট। চারদলীয় জোট প্রার্থী মনজুর আলমকে বিপুল ভোটে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারায় সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী, নির্বাচন কমিশন এবং চট্রগ্রামের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশব্যাপী মহাজোট সরকারের দু:শাসনের জবাব দিয়েছে চট্টগ্রামবাসী। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে মনজুর আলমকে জয়ী করায় চট্টগ্রামবাসীকে কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। চট্টগ্রামের উন্নয়নে এখন দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করারও আহবান জানান বেগম জিয়া। চট্টগ্রাম সিটি নির্বাচনের সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকারও ভুয়সী প্রশংসা করেন তিনি। চট্টগ্রামের সিটি নির্বাচনের ফলাফল আওয়ামীলীগ মেনে নিয়েছে বলে জানিয়েছে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।

একই সাথে নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন হেরেছে তা দলীয় ফোরামে পর্যালোচনা করে দেখা হবে বলে জানান আওয়ামীলীগের এই সিনিয়র নেতা। যে সব ভুল ভ্রান্তির কারেণ এ বি এম মহিউদ্দিন খান নির্বাচনে হেরেছেন তা শুধরে চট্টগ্রাম আওয়ামীলীগকে আরো অগ্রসর করে নেয়া হবে বলেও জানালেন ওবায়দুল কাদের। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই এক প্রতিক্রিয়ায় বিজয়ী মেয়র এম মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই নির্বাচন চট্টলাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশার ফল। এখন শুধু জনগণের প্রত্যাশা পূরণের জন্য অপেক্ষা করতে হবে।

আমীর খসরু বলেন, তবে সবাইকে নিয়েই উন্নয়নের দিকে আগাতে চায় চারদলীয় মনোনীত বিজয়ী মেয়র এম মনজুর আলম। বিএনপির আরেক শীর্ষস্থানীয় নেতা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এখন সবাইকে দৃষ্টি রাখতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যাতে বিএনপি দলীয় কর্পোরেশনে পরিণত না হয়, দলীয় কার্যালয়ে পরিণত হলে এত বড় বিজয় অর্থহীন হয়ে পড়বে বলে মনে করেন বিএনপির এই নেতা। আরেক বিএনপি নেতা ডা.খন্দকার মোশাররফ বলেন, সরকারের ব্যর্থতায় জনগন ক্ষুদ্ধ এই নির্বাচনের ফলাফলই তার বড় প্রমান। সরকারের জন্য এই ফলাফল বড় সংকেত বলেও মন্তব্য করেন ডা.খন্দকার মোশাররফ। বিজয়ী মেয়র এম মনজুর আলম তার প্রতিক্রিয়ায় বলেছেন, এ বিজয় চট্টগ্রাম বাসীর বিজয়।

এর মাধ্যমে পরিবর্তনের সূচনা হল। তিনি তার প্রতিদ্বন্দী ও তিন বারের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করার ব্যাপারে আবারো আশাবাদ ব্যক্ত করলেন। মনজুর আলম বলেন, মহিউদ্দিন চৌধুরী তার বড় ভাই, বড় ভাইয়ের দিগনির্দেশনা নিয়েই চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে চট্টগ্রামকে একটি আধুনিক ও মডেল নগরী হিসেবে জাতিকে উপহার দেয়া হবে। আর এজন্য দলমত নির্বিশেষে সবাইকে চট্টগ্রামের উন্নয়নে কাজ করারও আহবান জানান তিনি। ১৯৫৩ সালের ২ রা জুলাই চট্টগ্রামের পাহাড়তলীতে জন্মগ্রহণ করেন মনজুর আলম মনজু।

শিক্ষাগতযোগ্যতা এসএসসি পাশ হলেও শিল্প ও ব্যবসা বাণিজ্যে তার ইতোমধ্যে বেশ খ্যাতি রয়েছে। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলীর তিন বার কাউন্সিলর ও তিন বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন এম মনজুর আলম। ২০০৮ সালে সাদা মনের মানুষ পদক, এবং ২০০৯ সালে মাদার তেরেসা স্বর্ণপদকসহ অসংখ্য সম্মাননা খ্যাতির র্শীষে পৌঁছে দিয়েছে নবনির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়রকে। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.