আমাদের কথা খুঁজে নিন

   

শেতাঙ্গ প্রভু ও কৃষ্ণাঙ্গ ক্রীতদাসের লড়াই।



The Sun in British Empire never sets..... তৎকালীন বৃটিশদের বড়ই দম্ভোক্তি ছিল এটা। কে জানতো, সেই প্রভূদেরকে আজ ক্রীতদাসদের সাথে একই মাঠে নেমে নিজেদের যোগ্যতার প্রমান দিতে লড়তে হবে !!! আলজেরিয়া এগিয়ে যাও.. অনেক কিছুই দেখাবার বাকী আছে পিছিয়ে রাখা (পিছিয়ে পড়া নয়) এই মহাদেশের। এক সময়ের অন্ধকার মহাদেশে আজ জ্বলছে আলো.. ছড়িয়ে পড়ছে দিগ্বিদিক। ... (চিরদিন কাহারো সমান নাহি যায় .. কাজি নজরুল ইসলাম) ............................................................... কোন কারণে না, টিভিতে খেলার মাঠের দিকে চেয়ে হঠাৎ মনে পড়ল আঙ্কল টম'স কেবিনের কথা, রুটস এর কথা। চোখের কোনে এমনি দু'ফোটা জল এসে গেল। তাই এই পোস্ট। ---------------------------------------------- অনুসিদ্ধান্তঃ ইন্টারেস্টিং কতা হইলো, বৃটিশরা রুনির লগে দলে সেই কাফ্রিদের নিয়াই কাফ্রি বধে নামছে । আবার কাফ্রি দেশে সাদা চামড়ার মানুষেরা কাফ্রিগো ইজ্জত বাঁচাইতে লড়তাছে । সবই বৃটিশ মামুগো অবদান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।